সিলেট পোস্ট ডেস্ক :ভারতের আলোচিত অভিনেত্রী ও মডেল সানি লিওনের স্বামী ড্যানিয়েল ওয়েবারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। টনসিলের তীব্র ব্যথার কারণে গত সপ্তাহে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, চিকিৎসকদের পাশাপাশি হাসপাতালে স্বামীর সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন সানি লিওন। স্বামীর অসুস্থতা প্রসঙ্গে তিনি বলেন, ‘তাঁর (ড্যানিয়েল) ব্যথা বাড়ার পর আমরা তাঁকে হাসপাতালে নিই। এর পরপরই চিকিৎসক তাঁকে কিছু স্বাস্থ্য পরীক্ষা দেন। পরে তাঁর চিকিৎসা শুরু হয়।’‘বর্তমানে তাঁর অবস্থা অনেক ভালো। আশা করি, শিগগিরই তিনি হাসপাতাল ছাড়বেন’, যোগ করেন সানি।পর্নোতারকা হিসেবে শোবিজ ক্যারিয়ার শুরু করেন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় সানি লিওন। পরে মূলধারার ভারতীয় চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে আলোচিত হন তিনি। ২০১২ সালে ‘জিসম ২’-তে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডপাড়ায় ঝড় তোলেন সানি লিওন। পরে ২০১৪ সালে ‘রাগিণী এমএমএস ২’ এবং চলতি বছরে ‘এক পেহলি লিলা’তে অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন তিনি।