সিলেটপোস্ট২৪রিপোর্ট :আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান সম্বলিত ভিডিও প্রচারণা শুরু করছেন খালেদা জিয়া। ১৫ সেকেন্ডের ভিডিওচিত্রটির জন্য আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে তাঁর বক্তব্য ধারণ করা হয়েছে।
বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বক্তব্য রেকর্ড করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তাঁরা জানান, দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে ২৮ ডিসেম্বর থেকে এটি বিজ্ঞাপন আকারে প্রচারের চেষ্টা করা হবে।দায়িত্বশীল সূত্রগুলো জানায়, ভিডিওবার্তায় খালেদা জিয়া পৌর নির্বাচনে বিএনপির প্রার্থীদের নির্বাচিত করার মাধ্যমে জনগণকে ‘ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে’ শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন।বিএনপি সূত্র জানিয়েছে, আগামী পরশু সোমবার একটি সংবাদ সম্মেলন করতে পারেন বিএনপির চেয়ারপারসন। সেখানেও তিনি দেশবাসীর উদ্দেশে একই আহ্বান জানাতে পারেন।এরই মধ্যে পৌর নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে মাঠপর্যায়ে ‘চিঠি’ পাঠিয়েছেন খালেদা জিয়া। বুধবার পৌরসভাগুলোতে এ চিঠি পৌঁছে দেওয়া হয়। ২৩৪ পৌরসভায় এ ‘চিঠি’ লিফলেট আকারে বিলি করা হবে।