সিলেটপোস্ট২৪রিপোর্ট :জামায়াতের প্রতিষ্ঠাতা আমীর মওদুদীর বিরুদ্ধে তিন’শ কাদিয়ানি হত্যার অভিযোগ ছিল। নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান এ কথা বলেছেন।
তিনি বলেন, বাংলাদেশে এখন জামায়াত নেতারা সব কারাগারে। আর বাইরে আছেন তাদের অঘোষিত আমীর খালেদা জিয়া ও তার দোসররা। তাদের নেতৃত্বেই বাগমারাসহ বিভিন্ন মসজিদে হামলা হচ্ছে। আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার’ আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।জামায়াত নেতা নিজামীর ফাঁসির রায় বহাল রাখার দাবিতে আগামী ৩ জানুয়ারি রাজধানীর শাপলা চত্ত্বরে সমাবেশ এবং ৬ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।শাজাহান খান আরো বলেন, খালেদা জিয়া বাংলাদেশের নাগরিক নয়। তিনি গোপনে পাকিস্তানের নাগরিকত্ব গ্রহণ করেছেন কি-না তা খুঁজে দেখতে হবে। তিনি দেশ পরিচালনায় অদক্ষ ও অজ্ঞ। বিএনপি সরকার দুবার সরকার পরিচালনা করে কেবল জঙ্গিবাদের উত্থান ও অবৈধ অস্ত্রের আমদানি করেছে। মুক্তিযুদ্ধের শহীদদের সম্পর্কে মিথ্যা কথার জন্য তাকে দেশ থেকে বের করে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন নৌমন্ত্রী।সংগঠনের সভাপতি ইসমত কাদির গামার সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন কালি নারায়ণ লোথ, নরুল ইসলাম, মোস্তাফিজুর রহমানসহ প্রমুখ বক্তব্য রাখেন।