সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট হাসিনার বিচার বিচার দেশের মাটিতেই হবে : এমরান চৌধুরী  » «   ওসমানীনগরে ছাত্র দল নেতা নুনু স্মৃতি পরিষদের উদ্যোগে দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত  » «   সিলেট মহানগর কৃষকদলের খাদ্যসামগ্রী বিতরণ  » «   ষড়যন্ত্রকারীদের রুখে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: কয়েস লোদী  » «   ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ায় দেশের জনগণ অন্যায় ও জুলম থেকে মুক্তি পেয়েছেন-ডাঃ এ জেড এম জাহিদ হোসেন  » «   নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র জনগণ রুখে দেবে: কাইয়ুম চৌধুরী  » «   সুনামগঞ্জের মধ্যনগরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন  » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  » «   সিলেট নগরীর গার্ডেন টাওয়ারের একটি ফ্ল্যাটে অনৈতিক কর্মকাণ্ডের লিপ্ত থাকায় পাঁচ নারী ও এক পুরুষ আটক  » «   জনগণের অধিকার প্রতিষ্ঠা বিএনপি জনগণের পাশে আছে : আব্দুর রাজ্জাক  » «   ৩০ বছর ধরে মিটাভারাং ও মজলিশপুরসহ অর্ধশত গ্রামের মানুষ একটি বাঁশ বেতের সেতু দিয়ে চলাচল করছেন  » «   ফ্যাসিসদের বিচারহীনতার সংস্কৃতিই ধর্ষণের কারণ-কয়েস লোদী  » «   সিলেট মহানগর জাতীয়তাবাদী কৃষক দলের আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত  » «   দেশের স্বাস্থ্য সেবার উন্নয়নে চিকিৎসকদের ভূমিকা অপরিসিম-কমিশনার রেজাউল করিম  » «   ফুটপাত দখলমুক্ত আন্দোলনে ব্যবসায়ীদের সমর্থন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি  » «  

প্রার্থী-সমর্থকদের থামান: দলগুলোর প্রতি সিইসির আহবান

15সিলেটপোস্ট২৪রিপোর্ট :ভোটের দু’দিন আগেও পরিস্থিতি সামলাতে অনেকটা অসহায় কণ্ঠে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিউদ্দীন আহমদ রাজনৈতিক দলগুলোকে তাদের প্রার্থী-সমর্থকদের রাশ টানার অনুরোধ জানিয়েছেন।সোমবার রাতে নিজের কার্যালয় ছাড়ার সময় অপেক্ষমান সাংবাদিকদের মাধ্যমে দলগুলোর প্রতি এই আহ্বান জানান তিনি।

এদিন মধ্যরাতেই শেষ হচ্ছে ৩০ ডিসেম্বরের ভোটের প্রচার।

প্রথমবারের মতো দলীয়ভাবে স্থানীয় সরকারের এই নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ ২০টি দল অংশ নিচ্ছে। প্রতিনিয়ত হামলা-সংঘর্ষের ঘটনাও ঘটছে।

ইসি ক্ষমতাসীনদের ‘আজ্ঞাবহ’ হয়ে কাজ করছে এবং বিধি লঙ্ঘনের ঘটনাগুলো উপেক্ষা করছে বলে বিএনপির অভিযোগ। অন্যদিকে আওয়ামী লীগ বলছে, ইসি বিএনপিকে ‘বাড়তি সুবিধা’ দিচ্ছে।

দলীয় প্রতীকে প্রথম পৌর নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের বহু অভিযোগ এলেও অধিকাংশটির ক্ষেত্রে ব্যবস্থা নেয়ার দায়িত্ব রিটার্নিং কর্মকর্তাদের হাতে ছেড়ে দিয়েও সমালোচিত হয়েছে ইসি।

কাজী রকিব বলেন, “যেহেতু এটা পলিটিক্যাল নির্বাচন, পলিটিক্যাল পার্টিরাও যেন তাদের অনুসারী এবং প্রার্থীরাও যাতে তাদের সমর্থকদের নিয়ন্ত্রণে রাখেন এবং সুন্দর সুশৃঙ্খলভাবে আনন্দমুখর পরিবেশে ভোটগ্রহণে সহয়তা করেন।”

দু’দিন পর ২৩৪ পৌরসভায় ভোটের জন্য ইসির প্রস্তুতির কথাও তুলে ধরেন তিনি।

“আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। নির্বাচনী সরঞ্জাম জেলায়-জেলায় পৌঁছে গেছে। সেখান থেকে নির্বাচনী কেন্দ্রে চলে যাবে। কাজেই ভোটার, প্রার্থী এবং সংশ্লিষ্টদের জানাতে চাই- পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে।”

সিইসি জানান, প্রতিটি পৌরসভায় বিজিবি থাকছে। এছাড়া র‌্যাব , আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), আনসার থাকবে। প্রতিটি কেন্দ্রেই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করেছি। এছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সেনা মোতায়েনে বিএনপি চেয়ারপারসনের দাবি প্রত্যাখ্যান করে কাজী রকিব বলেন, “আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। যতটুকু দরকার ছিল, তার চেয়ে বেশি মোতায়েন করেছি। প্রতিটি পৌর সভায় বিজিবি মোতায়েন করেছি।”

নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো ‘শঙ্কা’ নেই বলে মনে করেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.