সিলেটপোস্ট২৪রিপোর্ট :বাংলাদেশ বিমান বাহিনী রিপাবলিক অব মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত কন্টিনজেন্ট প্রতিস্থাপন করছে।আজ সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতিস্থাপন কর্মসূচির অংশ হিসেবে বিমান বাহিনীর ১২৩ জন সদস্য জাতিসংঘের ভাড়া করা বিমানে গতকাল রোববার রাতে মালির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।বাংলাদেশ বিমান বাহিনীর এই কন্টিনজেন্টগুলো বাংলাদেশ ইউটিলিটি এভিয়েশন ইউনিট ও বাংলাদেশ এয়ারফিল্ড সার্ভিসেস অ্যান্ড ম্যানেজমেন্ট ইউনিট-২ নিয়ে গঠিত। এর নেতৃত্বে থাকবেন যথাক্রমে এয়ার কমডোর মো. শফিকুল আলম ও গ্রুপ ক্যাপ্টেন মোস্তাক আহমদ।আইএসপিআর জানিয়েছে, মালিতে বিবদমান সংঘাত নিরসনে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতা, পেশাদারত্ব এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে সে দেশের সরকার এবং আপামর জনসাধারণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তাঁদের অর্জিত এ সুনাম ও সাফল্য অক্ষুণ্ণ রেখে শান্তিরক্ষীরা ভবিষ্যৎ দিনগুলোতে যেন আরো উৎকর্ষতা অর্জন করতে পারে, এ কামনা করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে কন্টিনজেন্টটিকে বিদায় জানান।