চলে গেলেন সুবীর সেন

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০১৫, ৬:০৯ অপরাহ্ণসিলেটপোস্ট২৪রিপোর্ট :চলে গেলেন ভারতের বিশিষ্ট সংগীতশিল্পী সুবীর সেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৮১। দীর্ঘদিন তিনি মস্তিষ্ক ও ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। গতকাল সকালে হাসপাতালে তার মৃত্যু হয়। হিন্দি ও বাংলায় বহু জনপ্রিয় গান গেয়েছেন সুবীর সেন। ৬০ থেকে ৮০ দশকের মাঝামাঝি পর্যন্ত বাঙালি শ্রোতারা তার গানে ডুবে থাকতেন। সলিল চৌধুরী, সুধীন দাশগুপ্ত, অভিজিৎ মুখোপাধ্যায়ের সুরে বাংলা-হিন্দি মিলিয়ে প্রায় সাড়ে ৪০০ গান গেয়েছেন তিনি। তার কণ্ঠে এ উজ্জ্বল দিন, এতো সুর আর এত গান, পাগল হাওয়া, সারা দিন তোমায় ভেবে, আজও বয়ে আনে সোনালি স্বপ্নের আভাস। এছাড়া ম্যায় রঙ্গিলা পেয়ার কি রাহি, মঞ্জিল ওহি হ্যায় পেয়ার কি, মেরা দিল এক আস কি পঞ্ছীর মতো গানে মাতোয়ারা হয়েছিল বলিউড।