সিলেটপোস্ট২৪রিপোর্ট :চট্টগ্রামের চন্দনাইশ পৌর নির্বাচনে ১৬টি ভোট কেন্দ্রের মধ্যে ১৩টি ভোটকেন্দ্রেই আগের রাতে ভোট শেষ হয়ে গেছে এবং বাকি তিনটি সকালে দখল করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি।
বুধবার দুপুরে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির পক্ষ থেকে এ অভিযোগ করা হয়েছে।দলটির চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী আবদুর রাজ্জাক অভিযোগ করে জানান, ক্ষমতাসীন দলের লোকজন সকালে তিনটি কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকেন। সাধারণ ভোটাররা প্রবেশ করলে তাদের হাতে সিল মারা ব্যালট পেপার ধরিয়ে দেওয়া হয় এবং তা বাক্সে ফেলতে বলা হয়। পড়ে তাদের হাতে কালি লাগিযে দেওয়া হয়।
তিনি জানান, রিটার্নিং ও পোলিং এজেন্টদের চাকরির ভয় দেখিয়ে তাদের দিয়ে এ কাজ করতে বাধ্য করা হয়।
এ বিষয়ে এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ বলেন, ‘এই সরকারের অধীনে আর কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বর্তমান নির্বাচন কমিশন ও কমিশনারদের অধীনে এ ধরনের ভোট আয়োজনের জন্য মাসুল দিতে হবে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের অধীনে সৎ, যোগ্য প্রার্থীর বিজয়ী হওয়ার সুযোগ নেই। এই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আর কোনো নির্বাচনের প্রয়োজন নেই। শুধু গেজেট প্রকাশ করে তাদের (আওয়ামী লীগ সমর্থিত) প্রার্থীদের বিজয়ী দেখিয়ে গেজেট প্রকাশ করলেই চলবে।