সিলেটপোস্ট২৪রিপোর্ট :গবেষণা আর উদ্ভাবণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষতিনে অবস্থান করে নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) । সম্প্রতি স্পেনভিত্তিক গবেষণা সংস্থা ‘সিএসআইসি’ পরিচালিত এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। সারা বিশ্বের ৪ হাজার ১শ ৮৭তম এবং বাংলাদেশের ৩য় অবস্থানে রয়েছে দেশের একমাত্র এ আবাসিক ক্যাম্পাসটি।
সংস্থাটি বাংলাদেশের ১৩৩ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ গবেষণা পরিচালনা করেন। র্যাংকিং এ ১ম অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়(বুয়েট)। আর দ্বিতীয় অবস্থানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
এরপর পর্যায়ক্রমে আছে ব্র্যাক ইউনিভার্সিটি (৪র্থ ), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি(পঞ্চম),ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি(ষষ্ঠ), রাজশাহী বিশ্ববিদ্যালয়(৭ম), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(৮ম), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়(৯ম), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(১০ম), খুলনা বিশ্ববিদ্যালয় (১২তম), নর্থসাউথ ইউনিভার্সিটি (১৩তম), ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি(১৪তম) ও দিনাজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১৫তম)।
এক জরিপে বাংলাদেশের মধ্যে পিছিয়ে (পঞ্চম) থাকলেও বিশ্বে মঞ্চে এগিয়ে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিশ্বে ৩ হাজার ৪শ ৯৪ এবং উপমহাদেশে ১হাজার ১শ ৭৭তম অবস্থানে রয়েছে এ ক্যাম্পাসটি।