সিলেটপোস্ট২৪রিপোর্ট :রাজধানীর নিউ ইস্কাটনে এ্যাডভান্স ডেভেলপার কোম্পানির দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে ব্যবসায়ীরা প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।রোববার সকাল ১০ টার দিকে নিউ ইস্কাটন ফ্যান্টাসিয়া মটর পার্টস্ এসি মার্কেটের ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যানারে এ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।সমাবেশে ব্যবসায়ীরা বলেন, এ্যাডভান্স ডেভেলপার কোম্পানীর দুর্নীতি ও অনিয়মের কারণে গত ১২ দিন ধরে মার্কেট বিদ্যুৎবিহীন অবস্থায় চলে আসছে। এ অবস্থার আগে আমরা ব্যবসায়ীরা দু’বার ডেভেলপার কোম্পানীর সাথে আলোচনা করে ব্যর্থ হয়েছি।সমাবেশে ফ্যান্টাসিয়া মটর পার্টস্ এসি মার্কেটের ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম বলেন, ব্যবসায়ীদের প্রতিটি দোকানে ডিপিডিসি’র মিটার স্থাপনের জন্য ৫০ হাজার টাকা করে মোট ১৪ টাকা আদায় করা হয়েছে। কিন্তু ব্যবসায়ীদের দোকানে মিটার দেওয়া হয়নি এবং আদায়কৃত টাকাও ফেরত দেওয়া দেয়নি।এছাড়া কোম্পানি বরাবর সিকিউরিটি বাবদ মোট ২ লাখ ৬০ হাজার টাকা জমা দেওয়া হয়েছে। এই টাকাও ফেরত দেওয়া হয়নি। আর মার্কেটে জেনারেটন দেওয়ার কথা থাকলেও এখনো তা দেয় হয়নি।তাছাড়া, মার্কেটের সামনের নকশা অনুযায়ী কাজ সম্পন্ন করেনি।মার্কেটের শীতাতপ নিয়ন্ত্রণের জন্য এসি বাহিরের ৫টি ইউনিটের জন্য প্রায় ৫ লাখ টাকা ক্ষতিগ্রস্থ করার পর তা সংস্কার বা পুনঃস্থাপন করা হয়নি।সমিতির সভাপতি বলেন, আগামী সাত দিনের মধ্যে ব্যবসায়ীদের দাবি মানা না হলে সকল মটর পার্টস্ ব্যবসায়ীরা বৃহত্তর কর্মসূচি পালন করা হবে।
এ ব্যাপারে এ্যাডভান্স ডেভেলপার কোম্পামির চেয়ারম্যান মো. আনোয়ারের সেল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।