
ব্যতিক্রম হচ্ছে না ২০১৬ সালেও। নতুন বছরে নিজের ব্যক্তিগত প্রথম চ্যালেঞ্জের কথা মার্ক জাকারবার্গ জানিয়েছেন ৩ জানুয়ারি ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে। বলেছেন, এ বছরে নিজের জন্য ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ সম্পন্ন সহকারী উদ্ভাবন করবেন তিনি। যা তাকে নানা কাজে সহায়তা করবে।
৪ জানুয়ারি ফেসবুকে আরেকটি স্ট্যাটাসের মাধ্যমে, এ বছরে তার দ্বিতীয় চ্যালেঞ্জের কথা জানিয়েছেন জাকারবার্গ। তার দ্বিতীয় চ্যালেঞ্জ প্রতিদিন দৌড়ানো। এ প্রসঙ্গে তিনি বলেন, নতুন বছরে তার শারীরিক চ্যালেঞ্জ হচ্ছে, এ বছরে ৩৬৫ মাইল দৌড়াবেন তিনি। লক্ষ্য পূরণের জন্য প্রতিদিন ১ মাইল করে দৌড়াবেন।
যারা এ বছরে ৩৬৫ মাইল দৌড়াতে আগ্রহী তাদের জন্য ফেসবুকে ‘এ ইয়ার অব রানি’ নামে একটি পাবলিক গ্রুপও খোলা হয়েছে। পেজটির লিংক: www.facebook.com/groups/954704787945183।
সাম্প্রতিক বছরে জাকারবার্গ যেসব চ্যালেঞ্জ নিয়েছেন, তার মধ্যে প্রতিমাসে দুটি বই পড়া, চীনের মান্দারিন ভাষা শেখা এবং প্রতিদিন নতুন একজন মানুষের সঙ্গে পরিচয় হওয়া উল্লেখযোগ্য।
তথ্যসূত্র: বিজনেস ইনসাইডার