
দিলওয়ালে সিনেমার মধ্য দিয়ে দীর্ঘদিন পর জুটিবদ্ধ হয়েছেন শাহরুখ-কাজল। তাই জুহির কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, শাহরুখের সঙ্গে জুটি হিসেবে তাকে আবার দেখা যাবে কিনা? জবাবে তিনি বলেন, ‘আগামীতে যখন শাহরুখের সঙ্গে সাক্ষাৎ হবে তখন তাকে জিজ্ঞাসা করবেন। আর যদি আমার কথা বলেন তাহলে আমি বলব, আমি এই বছরই তার সঙ্গে কাজ করতে চাই। এখন শুধু অপেক্ষা নির্মাতা চিত্রনাট্য নিয়ে এসে বলবেন, আপনাদের দুজনকে সিনেমায় নিতে চাই।’
জুহি এবং শাহরুখকে শেষবার একসঙ্গে দেখা যায়, ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত পহেলি সিনেমাতে। কিন্তু এই সিনেমাতে একসঙ্গে কাজ করলেও, জুটি ছিলেন না তারা। তবে, পরে অনেকবারই সিনেমার প্রযোজনার প্রয়োজনে এবং ক্রিকেটের মাঠে তাদের একসঙ্গে দেখা গেছে।
জুহির পরবর্তী সিনেমা চক অ্যান্ড ডাস্টার। এতে আরো অভিনয় করছেন শাবানা আজমি এবং দিব্য দত্ত। আগামী ১৫ জানুয়ারি মুক্তি পাবে এ চলচ্চিত্রটি।