সিলেটপোষ্ট রিপোর্ট :গত ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) পার্লামেন্টের সদর দফতর বেলজিয়ামের ব্রাসেলস-এ ইউরোপিয়ান পার্লামেন্টের সামনে ইউরোপের বিভিন্ন দেশের বিএনপি ও অঙ্গ সংগঠনের অংশগ্রহণে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে কেন্দ্রীয় বিএনপি।
ফ্রান্স, যুক্তরাজ্য, বেলজিয়াম, সুইডেন, ডেনমার্ক, জার্মানি, পর্তুগাল, হল্যান্ড, পোল্যান্ড, স্পেন, ইটালি, সুইজারল্যান্ড, গ্রীস, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, অস্ট্রিয়াসহ আরও অনেক দেশের বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রচন্ড শীত উপেক্ষা করে ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে বিএনপির এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিক্ষোভ সমাবেশটি সফল করেছে।
বিক্ষোভ চলাকালীন সময় ইইউ পার্লামেন্টের শক্তিশালী মেম্বার ও বেলজিয়ামের ক্ষমতাসীন সোশ্যাল পার্টির এমপি মার্ক তারাবেলা বিক্ষোভের সাথে আকাত্মতা ঘোষণা করে বিক্ষোভে সামিল হয়ে বাংলাদেশের ভোটারবিহিন একটার পর একটা নির্লজ্জ নির্বাচন বন্ধ করে একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন অতি দ্রুত দিতে বাধ্য করা, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও বিরোধী দলের উপর নির্যাতন বন্ধ করতে ইইউ পার্লামেন্টে অতি দ্রুত একটি শক্তিশালী বিল উত্থাপনের আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন।
বিএনপি নেতা মাহিদুর রহমানের সভাপতিত্বে ও যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ মালেকের পরিচালনায় আরও বক্তব্য রাখেন- বিএনপি নেতা কামাল আহমেদ, ইউকে বিএনপির সহসভাপতি আনোয়ার হোসেন খোকন, সুইডেন বিএনপি নেতা মহিউদ্দিন আহমেদ জিন্টু, ফ্রান্স বিএনপি নেতা সৈয়দ সাইফুর রহমান, সাধারণ সম্পাদক এম এ তাহের, অস্ট্রিয়া বিএনপি নেতা হাসনাত কবির খান রিপন, ডেনমার্ক বিএনপি নেতা গাজী মনির আহমেদ, জার্মান বিএনপি নেতা আকুল মিয়া, আয়ারল্যান্ড বিএনপি নেতা হামিদুল্লাহ নাসির, হলান্ড বিএনপির আহ্বায়ক শরীফ উদ্দীন, ফ্রান্স ছাত্রদল সভাপতি ও ফ্রান্স বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল করিম শামীম, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ওমর গাজী, প্রবাসী কল্যাণ সম্পাদক ওয়াসিকুর রহমান, ফ্রান্স যুবদলের সাবেক সভাপতি সাইনুর ইসলাম, মহিলা নেত্রী শামিমা আক্তার রুবি, ইটালি বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মান্নান হিরা, ইউকে যুবদল সভাপতি রহিম উদ্দিন, মোরসালেহিন করিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ লায়েক মোস্তফা, ইউকে সেচ্ছাসেবক দল সভাপতি নাসির আহমেদ শাহিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন, ফ্রান্স বিএনপি নেতা নজরুল ইসলাম, মো. স্বপনসহ আরও অনেকে।
সমাবেশে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা বিএনপি’র নেতৃবৃন্দ তাদের বক্তব্যের মাধ্যমে বাংলাদেশে আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিতের দাবি করে অনতিবিলম্বে সব ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, খুন, গুম বন্ধের আহ্বান জানান।
বিক্ষোভ শেষে বিএনপির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বেলজিয়ামের ও ইউরোপিয়ান ও বাংলাদেশি বিভিন্ন চ্যানেলের বিভিন্ন দেশের সাংবাদিকদের সামনে লিখিত প্রেসব্রিফ করেন- বিএনপির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সুইডেন বিএনপির প্রধান উপদেষ্টাও সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদ জিন্টু, ফ্রান্স বিএনপির সভাপতি সৈয়দ সাইফুর রহমান, বেলজিয়াম বিএনপির সাবেক সহসভাপতি আহমেদ সাজা ও সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন বাবু।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন- মাহিদুর রহমান, আবু সায়েম এবং মহিউদ্দিন আহমেদ জিন্টু।