সিলেটপোষ্ট রিপোর্ট :শারজায় জিম্বাবুয়ের বিপক্ষে ক্রিকেট সিরিজ জিতেছে ‘পুঁচকে’ আফগানিস্তান। ৩-২ ব্যবধানে জেতা ওই সিরিজের ফলে আইসিসি র্যাংকিংয়ে ১০ নম্বরেও উঠে গেছে যুদ্ধবিধ্বস্ত দেশটি। ঐতিহাসিক এই জয় উদযাপন করতে গিয়ে দেশটিতে ঘটেছে মর্মান্তিক মৃত্যুর ঘটনা।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়ানডে ক্রিকেটে আফগানিস্তানের এই সফলতা উদযাপনে গত বৃহস্পতিবার দেশটির বিভিন্ন শহরে রাজপথে নেমে আসে হাজারো ক্রিকেটভক্ত। এ সময় ছোড়া গুলিতে হেলমান্দ প্রদেশে একজন নিহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই ক্রিকেটভক্তের মৃত্যুর ঘটনায় ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।
নিহতের ভাই জানান, তারা তাদের বাড়িতে ছিলেন। এ সময় বাইরে বিজয় উদযাপনকারীরা খোলা আকাশের দিকে গুলি ছুড়তে থাকে। গুলির আওয়াজ পেয়ে তার এক ভাই অপর ভাইকে তিনতলা থেকে নিচে নামতে বলে।
তিনতলায় থাকা ভাইকে ডাকতে উপরে উঠলে তার কাঁধে গুলি লাগে। এতে তার মৃত্যু ঘটে।
এ ঘটনার পরপরই ক্রিকেটভক্তদের গুলি ছুড়ে বিজয়োল্লাস না করার আহ্বান জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি।
একই আহ্বান জানিয়েছেন আফগান পুলিশ প্রধান ও ক্রিকেট বোর্ড।
গুলবদন নাইবের ব্যাটে ভর করে গত বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ২ উইকেটে জয় তুলে নেয় আফগানিস্তান। এই বিজয়ের ফলে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ের পাশাপাশি ওই ফরম্যাটের খেলায় র্যাংকিংয়ের ১০ নম্বরেও উঠে আসে দেশটি।