সিলেটপোষ্ট রিপোর্ট :ঢাকাই শোবিজের আলোচিত জুটি নিলয়-শখের প্রেম কাহিনী অনেকেই জানেন। কখনো জোয়ার, কখনো ভাটা এভাবেই চলেছে তাদের প্রেম। ২০১১ সালের নভেম্বরে টেলিকম কোম্পানির একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের সময় কাছাকাছি আসেন তারা। ২০১২ সালে সানিয়াত হোসেন পরিচালিত ‘অল্প অল্প প্রেমের গল্প’ চলচ্চিত্রের শুটিংয়ের সময়ে বিয়ের গুঞ্জন উঠে।
সেই বিয়ের গুঞ্জন সত্যি হল ২০১৬ সালের শুরুর দিকে। অভিনয়ের দৃশ্যে নয়, বাস্তব জীবনেই বিয়ে করলেন নিলয়-শখ।
বৃহস্পতিবার রাতে পারিবারিকভাবে বিয়ে হয় জনপ্রিয় এই দুই তারকার। পুরনো ঢাকাস্থ শখের বাবার বাসায় এ বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে দেনমোহর ধার্য করা হয় দশ লাখ টাকা। পারিবারিকভাবে দুই পরিবারের সদস্যরা এ বিয়েতে উপস্থিত ছিলেন।
নিলয়-শখের প্রেমকাহিনীটা সিনেমার মতোই। ভাঙা-গড়া, মান-অভিমান অনেক কিছুই হয়েছে। ২০১২ সালে ‘অল্প অল্প প্রেমের গল্প’ চলচ্চিত্রে শুটিংয়ের সময়ে এই দুজনের ঘনিষ্ঠতা বাড়ে। কিন্তু ২০১৩ সালে ওই সিনেমার দৃশ্যধারণের শেষের দিকে ভেঙে যায় সেই প্রেম।
এরপর একসঙ্গে কোনো কাজ না করার ঘোষণা দেন শখ। তিনি গণমাধ্যমকে বলেন, ‘নিলয় নামের কাউকে আমি চিনি না। আপাতত একসঙ্গে কাজও করতে চাই না।’
২০১৪ সালের মাঝামাঝি সময়ে ‘অল্প অল্প প্রেমের গল্প’ সিনেমাটি মুক্তি পায়। সিনেমাটির প্রচারণার সুবাদে আবারও ক্যামেরায় ফ্রেমবন্দী হন নিলয়-শখ। এই সময়টাতে বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং সিনেমা হলে এই জুটিকে পাশাপাশি দেখা যায়। পুরানো মান-অভিমান ভুলে নতুন করে একসঙ্গে কাজ করার ঘোষণা দেন।
এরপর তাদের প্রেম কাহিনী আবারও বর্ণিল রূপ নেয়। গত বছর ২০ আগস্ট নিলয়ের জন্মদিনে শখের উপস্থিতি আলোচনা আরও উস্কে দেয়। নিলয়ের জন্মদিনে পারিবারিকভাবে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাতে হাজির হন শখ। জন্মদিনের বেশ কিছু ছবি ফেসবুকে আপলোড করেন নিলয়। এতে দেখা যায় তার পরিবার ও ঘনিষ্ঠজনদের পাশে রয়েছেন শখ। এ থেকে বোঝা যায় তাদের সর্ম্পক ঠিকই আছে।