সিলেটপোষ্ট রিপোর্ট :টানা ১০ বছর ভারতের পর্যটন মন্ত্রণালয়ের ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’-ক্যাম্পেইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন বলিউড তারকা আমির খান। পর্যটন মন্ত্রণালয়ের বিভিন্ন বিজ্ঞাপনে দেখা গেছে এই তারকাকে। কিন্তু এখন থেকে আর দেখা যাবে না, দেখা যাবে নতুন কোনো মুখ।
ভারতের কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী মহেশ শর্মা গণমাধ্যমকে জানান, আমির খানের সঙ্গে পর্যটন মন্ত্রণালয়ের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। ওই পদে তিনি আর থাকছেন না।
আমির খান জানিয়েছেন, সরকারের এমন সিদ্ধান্তকে সম্মান করেন তিনি। তিনি থাকুন বা না থাকুন, দেশ ‘ইনক্রেডিবল’ই থাকবে।
তিনি আরো জানান, ভবিষ্যতে আবার কখনো ইনক্রেডিবল ইন্ডিয়ায় কাজের সুযোগ পেলে কাজ করবেন তিনি।
গত বছরের নভেম্বর মাসে যখন ভারতে চলমান ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে জোর বিতর্ক শুরু হয়।
সে সময় আমির খান বলেন, ‘অবস্থা এমন যে দেশ ছাড়তে চাইছেন তার স্ত্রী কিরণ।’ এমন মন্তব্যের পর ভারতের ক্ষমতাসীন দল বিজেপিসহ বিভিন্ন মহল থেকে পর্যটন মন্ত্রণালয়ের ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পদ থেকে তাকে অপসারণের দাবি উঠে এবং অপসারিত হন। – See more at: http://www.sheershanewsbd.com/2016/01/08/111588#sthash.uHC0NbwV.dpuf