সিলেটপোষ্ট রিপোর্ট :অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নেয়ার আগে বাংলাদেশের বিপক্ষে তিনটি ম্যাচ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
২৫ সদস্যের দলটি আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে সেখান থেকে হোটেল লা মেরিডিয়ানে উঠে। বাংলাদেশের বিপক্ষে আগামী ১১, ১৪ ও ১৬ জানুয়ারি তিনটি ওয়ানডে খেলবে ক্যারিবীয়ান যুবারা।
ঢাকায় প্রথম ম্যাচটি হওয়ার পর শেষ দুটি ম্যাচ হবে বন্দরনগরী চট্টগ্রামে।
বাংলাদেশেই আগামী ২২ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত যুব বিশ্বকাপের ১১তম আসর হবে। বিশ্বকাপে বাংলাদেশ ‘এ’ গ্রুপে খেলবে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ নামিবিয়া, স্কটল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
২৭ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। যুব বিশ্বকাপের আগের একটি আসরেও সুপার লিগে খেলতে না পারার আক্ষেপ রয়েছে বাংলাদেশের। বরাবরেই প্লেট চ্যাম্পিয়নশিপে খেলতে হয়েছে বাংলাদেশকে।
এবার মেহেদি হাসান মিরাজের দল থেকে শিরোপার প্রত্যাশা করছে বোর্ড কর্মকর্তারা।
গত দেড় বছর ধরে এ দলটিকে টানা খেলা ও প্রস্তুতির উপর রেখেছে বোর্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দু’বার ওয়ানডে সিরিজ জিতেছে যুব দল।
এছাড়া শ্রীলঙ্কার মাটিতে তাদেরকেও হারিয়ে এসেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বিশ্বমঞ্চে মাঠে নামার প্রস্তুতি হিসেবে বিসিবির আমন্ত্রণমূলক দলকেও তিনটি ম্যাচে হারিয়েছে শান্ত-হালিম ও রানারা।
গ্রুপ পর্বে ভালো করতে পারলে কোয়ার্টারে বাংলাদেশের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘বি’। এই গ্রুপে রয়েছে আফগানিস্তান, কানাডা, শ্রীলঙ্কা ও পাকিস্তান। পাকিস্তান ও শ্রীলঙ্কাকেই কোয়ার্টারে পাওয়ার সম্ভাবনা বেশি বাংলাদেশের।