সিলেটপোষ্ট রিপোর্ট :যেখানে বিশ্বের স্মার্টফোন বাজারের ৯৩ শতাংশ দখল করে আছে অ্যান্ড্রয়েড ও আইওএসের স্মার্টফোন, সেখানে মাত্র ২.৬ শতাংশ দখল নিয়ে উইন্ডোজ কোনো মতে টিকে আছে।
অথচ অ্যালকাটেল তাদের প্রথম উইন্ডোজ উম্মুক্ত করল সিইএস ২০১৬ বা কনজ্যুমার ইলেকট্রনিক্স শো ২০১৬ তে। কনজুমার ইলেকট্রিক শো এমন এক মেলা যেখানে বিশ্ব তাকিয়ে থাকে নতুন নতুন উদ্ভাবনের দিকে। অ্যালকাটেলও তাদের চমক হিসেবে এনেছে ‘ফিয়ার্স এক্সএল’ নামে পাওয়ার ফুল উইন্ডোজ ফোন।
অনেকেই বলছেন, এটি মাইক্রোসফটের ফ্ল্যাগশিপ উইন্ডোজ ১০ ফোন লুমিয়া ৯৫০ ও লুমিয়া এক্সএল এর চেয়েও ভালো। বাজেট ফোন বলেই এর দামও রাখা হয়েছে বাজেটের ভেতর। মাত্র ১৪০ ডলার। ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলদেশি টাকায় যার মূল্য প্রায় ১১ হাজার টাকা।
অ্যালকাটেল বলছে, তাদের এই স্মার্টফোনটি অন্যান্য স্মার্টফোনগুলোর সঙ্গে পাল্লা দিতে পারবে। এমনই এর ফিচার। আর যেহেতু এটি মাইক্রোসফটের উইন্ডোজ ১০ ওএস চালিত তাই বলা যচ্ছে, মাইক্রোসফটের সুদিন হয়তো বেশি দূরে নয়। তাছাড়া ফিয়ার্স এক্সএল দেখতেও বেশ সুন্দর ও স্লিম।
ব্ল্যাক প্যানেলের এই ফোনের ব্যাক কাভার নীল। অর্থাৎ সামনের দিকে কালো ও পেছনে নীল রঙের। এই ফোনের স্ক্রিন ৫.৫ ইঞ্চি। ১৬ জিবি ধারণ ক্ষমতার এই ফোনের র্যাম হচ্ছে ২ জিবি। সর্বোচ্চ ৩২ জিবি ধারণ ক্ষমতার এই ফোন কে ‘ওয়ান টাচ’ ফোনও বলা হয়। কারণ, এটি খুব সহজেই এক আঙুলের সাহায্যেই চালানো যায়।
এছাড়া এতে সামনে ৮ মেগাপিক্সেল ও পেছনে ২ মেগা পিক্সেলের ক্যামেরা রয়েছে। মজার তথ্য হচ্ছে, একই নামের অ্যালকাটেলের অ্যান্ড্রয়েড ফোনও রয়েছে! যার ডিজাইন ও ফিচারও প্রায় এক। গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হওয়া কনজ্যুমার ইলেকট্রনিক্স শো ২০১৬ চলবে ৯ জানুয়ারি পর্যন্ত।