সিলেটপোষ্ট রিপোর্ট :বলিউড তারকা আমির খানকে দেশদ্রোহী বলে মন্তব্য করেছেন বিজেপির এমপি মনোজ তিওয়ারি। ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে আমিরের নাম বাদ দেয়ার পর তাঁকে নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
ভারতের পর্যটন, সংস্কৃতি ও পরিবহন সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, বিজেপির সংসদ সদস্য (এমপি) মনোজ তিওয়ারি আমিরকে দেশদ্রোহী হিসেবে আখ্যায়িত করেছেন।
তৃণমূল কংগ্রেসের এমপি কে ডি সিংয়ের নেতৃত্বে সংসদীয় স্থায়ী কমিটির ওই প্যানেল আগামী ১০ দিনের মধ্যে ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’র নতুন শুভেচ্ছা দূত নিয়োগসহ বিষয়টির সুরাহা করতে পর্যটন মন্ত্রণালয়কে তাগিদ দিয়েছে।
কংগ্রেসের প্রতিনিধি কুমারি সেলজা বলেন, সরকার ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’র জন্য নতুন শুভেচ্ছা দূত খুঁজছে। এমন পরিস্থিতিতে করণীয় কী হতে পারে। ওই আলোচনার এক পর্যায়ে উত্তেজিত হয়ে যান বিজেপির এমপি মনোজ তিওয়ারি।
তিনি বলেন, ‘এটা ভালো যে, আমিরকে প্রচারণা থেকে সরিয়ে দেয়া হয়েছে। সে একজন ‘দেশদ্রোহী’।
তিওয়ারির ওই বক্তব্যের পর কমিটির কংগ্রেসের সদস্য কে সি ভেনুগোপালসহ কয়েকজন তীব্র প্রতিবাদ জানান। তারা বলেন, ‘এটা ঠিক নয়…কারো উচিত নয়, এ ধরনের ভাষা ব্যবহার করা…এটা সংসদীয় আচরণ নয়।’