শাহজালালে ২ কোটি টাকার ওষুধসহ আটক ১

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০১৬, ৯:৩৭ অপরাহ্ণসিলেটপোষ্ট রিপোর্ট :রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২ কোটি টাকার ওষুধসহ এক ব্যক্তিকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আটককৃত ব্যক্তির নাম মো. ফয়সাল (২৯)। তার বাড়ি মাদারীপুর জেলায় বলে জানা গেছে।
ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার শহিদুজ্জামান সরকার শীর্ষ নিউজকে জানান, ঢাকা কাস্টমস হাউজের প্রিভিনটিব টিম গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দু’টি ফ্লাইটে অভিযান চালিয়ে এসব ওষুধ আটক করা হয়েছে। ওষুধগুলো অবৈধভাবে আমদানী করা হয়েছে বলে জানান তিনি। আর ফ্লাইট দু’টি হচ্ছে, ফ্লাইট নং আরএক্স ৭৯২, এটি কলকাতা থেকে রোববার বিকেল ৩ টার দিকে অবতন করে।
এছাড়া, আরএক্স ৭৮৭ নম্বরের ফ্লাইটটি সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটের সময় ব্যাংকব থেকে হযরত শাহজালার বিমানবন্দরে অবতরন করে। এ দু’টি ফ্লাইট থেকে ৩৬ পদের ওষুধ আটক করা হয়েছে। উদ্ধারকৃত ওষুধগুলোর দাম প্রায় ২ কোটি টাকা হবে বলে শহিদুজ্জামান সরকার জানিয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।