সিলেটপোষ্ট রিপোর্ট :দিল্লীর উদ্যোক্তা ও ব্যবসায়ী রাহুল শর্মাকে বিয়ে করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী অসিন।
২০ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। এখন পুরোদমে কেনাকাটা নিয়ে মজে আছেন তিনি।
দিল্লীর এক হোটেলে বিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হবে। বিয়েটা খুব একটা ধুমধাম করে হবে না। শ’খানেক নিমন্ত্রিত অতিথির উপস্থিতিতে অনেকটা নিভৃতে বিবাহ বন্ধনে বাঁধা পরবেন গজনি অভিনেত্রী। তবে বিয়েটা হবে হিন্দু ও খ্রিস্টান রীতিতে।
নাম প্রকাশে অনিচ্ছুক অসিনের এক আত্মীয়ের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
তেলেগু ও তামিল ভাষার জনপ্রিয় এই অভিনেত্রী ২০০৮ সালে আমির খানের বিপরীতে‘গজনি’ ছবির মাধ্যমে বলিউডে পরিচিতি পান।
এরপর একাধিক বলিউডে ছবিতে অভিনয় করেন তিনি।