সিলেট পোস্ট রিপোর্ট :বহুজাতিক বিদেশি প্রতিষ্ঠানগুলো ট্রান্সফার প্রাইসিংয়ের মাধ্যমে অর্থ পাচার করে আসলে এদের অর্থ পাচার ঠেকাতে কঠোর হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরই অংশ হিসাবে বহুজাতিক ২০০ প্রতিষ্ঠানের আন্তর্জাতিক লোনদেন খতিয়ে দেখা শুরু করছে এনবিআর
এ প্রসঙ্গে জানতে চাইলে জাতীয় রাজস্ব বোর্ডের ট্রান্সফার প্রইসিং মনিটরিং কর্মসূচির সমন্বয়ক সাব্বির আহম্মেদ শীর্ষ নিউজকে বলেন, বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক লেনদেনের যাবতীয় কাগজপত্র নেয়া হচ্ছে। এখন যাচাই-বাচাই করে সন্দেহজনক লেনদেনগুলো তদন্ত করে দেখা হবে।
তিনি বলেন, যত বড় প্রতিষ্ঠান হোক না কোন ট্রান্সফার প্রাইসিংয়ের নামে অর্থ পাচার কিংবা রাজস্ব ফাঁকিতে ধরা পড়লে পার পাবে না।
জানা গেছে ২০১৫-১৬ অর্থবছর থেকে ট্রান্সফার প্রাইসিং মনিটরিং এর কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। গত এপ্রিলে ৭ জন কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। যারা বিদেশি প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এর এক গবেষণায় দেখা গেছে, ট্রান্সফার প্রাইসিংয়ের নামে প্রতি বছর ২৫-৩০ হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে বহুজাতিক প্রতিষ্ঠানগুলো।