ভারতে ৫৩ বাংলাদেশিকে আটক

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০১৬, ৬:০০ অপরাহ্ণসিলেট পোস্ট রিপোর্ট :ভারতের পূর্ব মেদিনীপুরের হলদিয়ার কুঁকড়াহাটি থেকে ৫৩ জন বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। ভারতে বসবাসের বৈধ কাগজপত্র না থাকায় বিভিন্ন ইটভাটা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে গোপন সূত্রের বরাতে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ।
পুলিশের দাবির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, বাংলাদেশি এজেন্টকে টাকা দিয়ে ভারতে ঢোকে ৫৩ জনের এই দলটি। দলে রয়েছে ১৪ জন শিশু, ১৩ জন নারী ও ২৬ জন পুরুষ।
এক বছরের চুক্তিতে তারা বিভিন্ন ইটভাটায় কাজ করছিলেন বলেও জানিয়েছে এবিপি আনন্দ।
এই ঘটনায় ইটভাটার মালিক এবং বাংলাদেশি এজেন্টসহ আরও চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।