সিলেট পোস্ট ডেস্ক:স্পেনের মাদ্রিদে জমকালো ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা।
১৩ জানুয়ারি মাদ্রিদের একটি অভিজাত ইকো হলে অনুষ্ঠিত এ অভিষেক অনুষ্ঠানে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির নেতৃবৃন্দ ছাড়াও কমিউনিটির বিভিন্ন পর্যায়ের শীর্ষ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অভিষেক অনুষ্ঠানে বক্তারা বলেন- ঐতিহ্য সমৃদ্ধ বিক্রমপুর-মুন্সিগঞ্জবাসীর ভ্রাতৃত্ব ও সম্প্রীতি প্রবাসেও ছড়িয়ে দিতে হবে। আঞ্চলিক সংগঠনগুলোর ভিত্তি মজবুত হলে সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে বলে।
বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির প্রেসিডেন্ট গোলাম মুস্তফা জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সেলিম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপদেষ্টা আক্তার হোসেন আতা, মজিবুর রহমান ববি, মাহবুবুর রহমান ঝন্টু , মোঃ ইসলাম, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম স্বাধীন, শাহিন আহমেদ, আল-আমিন, তুহিন আহমেদ কাইউম, শাহ আলম ও সেলিম হাসান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন- সামি দেওআন, সুমন নুর ও রানা প্রমুখ। কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন- খোরশেদ আলম মজুমদার, জিয়াউর রহমান খান, এস ও আই রবিন, কাম্রুজ্জামান সুন্দর, আল আমিন, মিজানুর রহমান বিপ্লব, জাকির হুসেন, রিজভি আলম, বেলাল আহমেদ, সি খসরু, মুরশেদ আলম তাহের, মাহফুজুল হক, এস নাসিম, দবির আহমেদ তালুকদার, শ্যামল বিল্কিস খান, মোঃ আক্কাস, আব্দুল কাইউম মাসুক ও নিজাম মুন্সি। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে মনমাতানো গান পরিবেশন করেন জিনাত শফিক, মজিবুর রহমান ববি এবং রিমিক্স ড্যান্সে অংশ নেয় বলিউড ড্যান্স গ্রুপ মাদ্রিদ।