সংবাদ শিরোনাম
মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  » «   সিলেট নগরীর গার্ডেন টাওয়ারের একটি ফ্ল্যাটে অনৈতিক কর্মকাণ্ডের লিপ্ত থাকায় পাঁচ নারী ও এক পুরুষ আটক  » «   জনগণের অধিকার প্রতিষ্ঠা বিএনপি জনগণের পাশে আছে : আব্দুর রাজ্জাক  » «   ৩০ বছর ধরে মিটাভারাং ও মজলিশপুরসহ অর্ধশত গ্রামের মানুষ একটি বাঁশ বেতের সেতু দিয়ে চলাচল করছেন  » «   ফ্যাসিসদের বিচারহীনতার সংস্কৃতিই ধর্ষণের কারণ-কয়েস লোদী  » «   সিলেট মহানগর জাতীয়তাবাদী কৃষক দলের আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত  » «   দেশের স্বাস্থ্য সেবার উন্নয়নে চিকিৎসকদের ভূমিকা অপরিসিম-কমিশনার রেজাউল করিম  » «   ফুটপাত দখলমুক্ত আন্দোলনে ব্যবসায়ীদের সমর্থন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি  » «   সিলেট মহানগর কৃষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  » «   ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে-কয়েস লোদী  » «   ওয়ার্ড পর্যায়ে ইফতার মাহফিল আয়োজনের আহ্বান জানালেন কাইয়ুম চৌধুরী  » «   ক্রীড়াঙ্গন নতুন করে গড়ে তোলার এখনই সময়: মোমিনুল ইসলাম মোমিন  » «   শিক্ষক জাতি গঠনের অন্যতম কারিগর-জেলা প্রশাসক  » «   পদত্যাগ করার পর যে সব কথা বললেন নাহিদ  » «   জগন্নাথপুরে ভূমিখেকো আ. লীগের সাথে ছাত্রদল নেতা মিলিত হয়ে কৃষক পরিবারকে মারধর ও হয়রানি  » «  

ওয়ালটন পণ্যে চলছে নগদ ছাড়

8সিলেট পোস্ট রিপোর্ট :২১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মোবাইল ফোনসহ এবারের মেলায় চার শতাধিক মডেলের পণ্য এনেছে ওয়ালটন। এসব পণ্যে নগদ ছাড়সহ বিনামূল্যে বাসায় পৌঁছে (হোম ডেলিভারি) দেওয়া হচ্ছে।

 

শুক্রবার ছুটির দিন হওয়ায় স্মার্টফোন প্রেমীরা ভিড় করছেন ওয়ালটনের তিনতলা এ দৃষ্টিনন্দন প্যাভিলিয়নে। বিশেষ করে তরুণ প্রজন্মকে বেশি আকর্ষণ করছে ওয়ালটনের মোবাইল ফোন। মেলায় ওয়ালটনের ১৯টি মডেলের স্মার্টফোন, ১৬টি মডেলের ফিচার ফোন ও পাঁচটি মডেলের ওয়ালপ্যাড রয়েছে। আকর্ষণীয় এসব মোবাইলের সঙ্গে সবর্শেষ যুক্ত হয়েছে উন্নত প্রযুক্তির স্মার্টফোন প্রিমো জেডএক্স-২ ও এসএক্স-৩।

 

জানা গেছে, শুধু তরুণরাই নয় সব শ্রেণির ক্রেতাদের চাহিদা পূরণের লক্ষ্যে তিন হাজার আটশ টাকা থেকে শুরু করে ৩৪ হাজার টাকা মূল্যের স্মার্টফোন দিচ্ছে ওয়ালটন। এছাড়া নগদ ছাড়ে পাঁচটি মডেলের ট্যাব পাওয়া যাচ্ছে ১১ হাজার চারশ টাকা থেকে ১৪ হাজার সাতশ টাকার মধ্যে।

 

মেলা উপলক্ষে মাবাইল ফোন সেট ভেদে দুই থেকে সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত নগদ ছাড় দিচ্ছে ওয়ালটন।

 

এছাড়া মেলা উপলক্ষে টিভি, ফ্রিজ, জেনারেটর ও এসিতে নগদ ছাড়সহ রয়েছে বিনামুল্যে হোম ডেলিভারি। দৃষ্টিনন্দন এ প্যাভিলিয়ন ছাড়াও ওয়ালটনের আরো দুটি স্টল (স্টল নম্বর ৩১ এ, ৩১ বি) রয়েছে। যেখানে প্রদর্শণ করা হচ্ছে ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সেস।

 

মেলা ও নতুন বছর উপলক্ষে ওয়ালটন ব্র্যান্ড বাজারে ছেড়েছে প্রায় অর্ধশতক নতুন মডেলের পণ্য। পাশাপাশি দাম কমানো হয়েছে রেফ্রিজারেটর, ফ্রিজার, সিআরটি ও এলইডি টেলিভিশনসহ অসংখ্য পণ্যের।

 

তিন তলা প্যাভিলিয়নের নিচতলায় রয়েছে রেফ্রিজারেটর, ফ্রিজার, সিআরটি ও এলইডি টেলিভিশন, এয়ার কন্ডিশনারসহ অন্যান্য ইলেকট্রনিক্স পণ্য।

 

আরো আছে-এলইডি বাল্ব, সুইচ, সকেট, সিলড লিড এসিড রিচার্জেবল ব্যাটারি, জেনারেটরসহ আন্তর্জাতিক মানসম্পন্ন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস।

 

ওয়ালটন সূত্র জানায়, মেলায় প্রদর্শিত চার শতাধিক মডেলের উচ্চমান সম্পন্ন ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল হোম অ্যাপ্লায়েন্স। পণ্যগুলো হচ্ছে-৪৪ মডেলের ফ্রিজ, ৩২ মডেলের সিআরটি ও ২৫টি মডেলের এলইডি টেলিভিশন, সাতটি মডেলের এয়ারকন্ডিশনার, ১৮টি মডেলের জেনারেটর, ১১টি মডেলের রাইস কুকার, ছয়টি মডেলের আইপিএস, ২৬টি মডেলের এলইডি বাল্ব, নয়টি মডেলের ইলেকট্রিক সুইচ, আটটি মডেলের ইলেকট্রিক কেটলি, ১১টি মডেলের ব্লেন্ডার, ১৩টি মডেলের কিচেন কুকওয়্যার, পাঁচটি মডেলের ইন্ডাকশন কুকার।

 

এছাড়া আরো পণ্য হলো, ওয়াটার পিউরিফায়ার, গ্যাস স্টোভ, এয়ারকুলার, অটো ভোল্টেজ স্ট্যাবিলাইজার, রিচার্জেবল পোর্টেবল ল্যাম্প, চারটি করে মডেলের ওয়াশিং মেশিন, ওভেন, সুইং মেশিং, সিলড লিড এসিড রিচার্জেবল ব্যাটারি, ভ্যাকুয়াম ফ্লাস্ক, তিনটি মডেলের কেক মেকার ও মাল্টি কারি মেকার, দুটি মডেলের ওয়াটার ডিসপেন্সার, রুম হিটার, ইলেকট্রিক ওভেন, জুসার, মাল্টি কুকার, ক্লথ ড্রায়ার, রিচার্জেবল ফ্যান, ওয়েট মেশিন, টোস্টার ও স্যান্ডউইচ মেকার।

 

আরো আছে-অটোমেটিক ভোল্টেজ প্রোটেক্টর, মপ সেট, ফ্যান রেগুলেটর, হোল্ডার, জাংশন বক্স, প্রাইস কম্পিউটিং ওয়েট স্কেল, এয়ার ফ্রায়ার, ফুড প্রসেসর, রুটি মেকার, স্ট্যান্ড মিক্সার, ভেজিটেবল মেকার ও প্রেসার কুকার।

 

ওয়ালটন প্রিমিয়ার প্যাভিলিয়নের ম্যানেজার মোহাম্মদ আকরামুজ্জামান অপু রাইজিংবিডিকে বলেন, এবারের মেলায় অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি আকর্ষণীয় ডিজাইন ও মডেলের সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও হোম অ্যাপ্লায়েন্সের পণ্য প্রদর্শন করা হচ্ছে।

 

মেলায় আসা ক্রেতারা যাতে এক জায়গাতেই দরকারি সব ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল হোম অ্যাপ্লায়েন্স পণ্য পান সেজন্যই সর্বোচ্চ সংখ্যক পণ্য নিয়ে এসেছে ওয়ালটন।

 

মেলা ও নতুন বছরে ক্রেতাদের বাড়তি কিছু উপহার দিতে রেফ্রিজারেটর, ফ্রিজার, সিআরটি ও এলইডি টেলিভিশনসহ অনেক পণ্যের দাম কমানো হয়েছে বলে জানান তিনি।

 

বাড্ডা থেকে আসা সোহেল রানা রাইজিংবিডিকে বলেন, ওয়ালটনের মোবাইল ফোন আকর্ষণীয়, টেকসই ও দামে সাশ্রয়ী হওয়ায় এই প্যাভিলিয়নে এসেছি। একটি মোবাইল ফোন কিনে নিলাম। মেলার শেষের দিকে আবারো আসবো।

 

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.