সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রাজারগাও শ্রী শ্রী অদ্বৈত প্রভূর মন্দির প্রাঙ্গনে জেলার সনাতন ধর্মাবলম্বীদের ব্যাপক উপস্থিতিতে ত্রি-বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়।শনিবার সকালে শ্রী শ্রী অদ্বৈত জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটির উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় পরিচালনা কমিটির সভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অদ্বৈত রায় ও যুগ্ম সাধারন সম্পাদক রঞ্জন তালুকদারের যৌথ সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী মহিতোষ পাল,শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সিতাংশু রঞ্জন ধর, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক সীতেশ পাল, খ্যাতিমান সমাজ সেবক ব্যবসায়ী বেনু পাল, রবীন্দ্র কুমার দে, ভানু চৌধুরী, স্বপন কুমার দাশ, জ্যোতিভূষন তালুকদার ঝন্টু,মধু সুদন রায়,কানন বন্ধু রায়,জয়ন্ত রায়, প্রসেনজিৎ দাস,ঝন্টু ভূষন সরকার,অনিমেষ পাল ভানু, দিলীপ কুমার বর্মণ, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামীলীগ নেতা ও হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক কালি কুমার দাস, জামালগঞ্জ উপজেলা হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সাংবাদিক অঞ্জন পুরাকায়স্থ।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রী শ্রী অদ্বৈত জন্মধাম পরিচালনা কমিটি সদর উপজেলা শাখার সভাপতি বিপ্লব কান্তি দাস,সাধারন সম্পাদক পলাশ সরকার, শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি জয়ন্ত কুমার তালুকদার পুল্টন,সাধারন সম্পাদক বরুন কান্তি দে,বিশ্বম্ভরপুর উপজেলা সভাপতি জগদীষ চৌধুরী, ,সাধারন সম্পাদক গঙ্গেশ দেবনাথ,দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি অশোক দাস,সাধারন সম্পাদক রতন লাল দাস,মধ্যনগর উপজেলা শাখার সভাপতি গবিন্দ তালুকদার,সাধারন সম্পাদক দেবল কিরণ তালুকদার,ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি বিকাশ সরকার, সাধারন সম্পাদক কলিঙ্গ রাজ চৌধুরী,জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি অজিত বণিক,সাধারন সম্পাদক সজীব বণিকসহ বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
সভার শুরুতেই কমিটি গঠন নিয়ে বাকবিতন্ড ও উত্তেজনা সৃষ্টি হলে নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী তিন
বছরের জন্য শ্রী শ্রী অদ্বৈত জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটির বর্তমান সভাপতি সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুলকে সভাপতি ও বর্তমান সাধারন সম্পাদক অদ্বৈত রায়কে সাধারন সম্পাদক করে ২ সদস্য নতুন কমিটির নাম ঘোষনা করা হয়। বাকি ৭৯ সদস্যর নাম ঘোষনা করে ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির শীঘ্রই ঘোষনা দেয়া হবে বলে সভায় জানানো হয়। এর আগে গত তিনবছরের আয় ব্যয়ের হিসাব দাখিল করেন কমিটির সাধারন সম্পাদক অদ্বৈত রায়।