সিলেটপোস্ট ডেস্ক::সিলেট সদর উপজেলার ৩ নং খাদিমনগর ইউনিয়ন কর্তৃক আয়োজিত ১ম আন্তঃ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে খাদিমনগর ইউনিয়ন।
১৭ তারিখ সকাল ১০ টায় ৫ নং ওয়ার্ডস্থ ধুপাগুল দরগা মাদ্রাসা সংগ্লন্ন মাঠে কবুতর উড়িয়ে শুভ উদ্ভোধন করেন খাদিমনগর ইউনিয়নের টানা দুইবারের চেয়ারম্যান দিলোয়ার হোসেন,
এতে উপস্থিত ছিলেন, ৯ টি ওয়ার্ডের সদস্য বিন্দু, ১নং সদস্য ফয়জুল হক, ২নং সদস্য সিরাজুল ইসলাম , ৩ নং সদস্য সাকিব মিয়া, ৪ নং সদস্য দিলোয়ার হোসেন দিলু, ৫ নং সদস্য নাজিম উদ্দিন ইমরান, ৭নং সদস্য আনছার আলী, ৯ নং সদস্য আতাউর রহমান শামীম, সংরক্ষিত মহিলা সদস্য ৪,৫,৬ হামিদা বেগম , ৭,৮,৯ নেছারুন নেছা,
উক্ত ইউনিয়নের চেয়ারম্যান দিলোয়ার হোসেন বলেন এটা খাদিমনগর ইউনিয়নের ইতিহাসে এই প্রথম এই রকম টুর্নামেন্টের আয়োজন করতে পেরে নিজেকে ধন্য মনে করি, খাদিমনগর ইউনিয়নের প্রতিভাবান খেলোয়াড় রয়েছে যারা সুযোগের অভাবে হারিয়ে যায়, এই টুর্নামেন্টের মধ্যদিয়ে খাদিমনগর থেকে আগামীতে জাতীয় প্রর্যায়ে নেতৃত্ব উঠে আসবে বলে মনে করি,
তিনি আরও বলেন সব ঠিকটাক থাকলে আমার সকল সদস্যদের নিয়ে ইউনিয়ন প্রর্যায়ে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজনের আশ্বাস দেন তিনি।