কুয়েতে হৃদরোগে প্রবাসী বাংলাদেশী যুবকের মৃত্যু

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৩, ১২:১৩ পূর্বাহ্ণকুয়েত প্রতিনিধি::মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত সে দেশে প্রায়৷ ৩ লাখ বাংলাদেশী অভিবাসী কাজকরছেন। আর প্রতিদিন বিভিন্ন রোগে বিশেষ করে হৃদরোগে মৃত্যু বরণ করছেন অসংখ্য বাংলাদেশী।
এদিকে গত বৃহস্পতিবার আলতাফ হোসেন (৪৭)নামে এক যুবক হৃদরোগে আল আদান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেব। নিহত আলতাফের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ৪ নং পৌরসভা এলাকার বাসিন্দা তিনি হৃদরোগে মৃত্যু বরণ করছেন বলে তার পরিচিত বন্ধু মাসুদ রানা আমাদেরকে এ প্রতিবেদককে জানিয়েছেন। আলতাফের লাশ হাসপাতাল মর্গে রয়েছে বলে জানা গেছে। সকল আইনী প্রক্রিয়া শেষে লাশ দেশে পাঠনো হবে বলে জানা গেছে।