সংবাদ শিরোনাম
ষড়যন্ত্রকারীদের রুখে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: কয়েস লোদী  » «   ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ায় দেশের জনগণ অন্যায় ও জুলম থেকে মুক্তি পেয়েছেন-ডাঃ এ জেড এম জাহিদ হোসেন  » «   নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র জনগণ রুখে দেবে: কাইয়ুম চৌধুরী  » «   সুনামগঞ্জের মধ্যনগরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন  » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  » «   সিলেট নগরীর গার্ডেন টাওয়ারের একটি ফ্ল্যাটে অনৈতিক কর্মকাণ্ডের লিপ্ত থাকায় পাঁচ নারী ও এক পুরুষ আটক  » «   জনগণের অধিকার প্রতিষ্ঠা বিএনপি জনগণের পাশে আছে : আব্দুর রাজ্জাক  » «   ৩০ বছর ধরে মিটাভারাং ও মজলিশপুরসহ অর্ধশত গ্রামের মানুষ একটি বাঁশ বেতের সেতু দিয়ে চলাচল করছেন  » «   ফ্যাসিসদের বিচারহীনতার সংস্কৃতিই ধর্ষণের কারণ-কয়েস লোদী  » «   সিলেট মহানগর জাতীয়তাবাদী কৃষক দলের আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত  » «   দেশের স্বাস্থ্য সেবার উন্নয়নে চিকিৎসকদের ভূমিকা অপরিসিম-কমিশনার রেজাউল করিম  » «   ফুটপাত দখলমুক্ত আন্দোলনে ব্যবসায়ীদের সমর্থন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি  » «   সিলেট মহানগর কৃষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  » «   ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে-কয়েস লোদী  » «   ওয়ার্ড পর্যায়ে ইফতার মাহফিল আয়োজনের আহ্বান জানালেন কাইয়ুম চৌধুরী  » «  

আছিয়া খুনের মামলায় সঠিক তদন্তের দাবিতে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন

সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামের নুর আহমদের সহধর্মিনী আছিয়া বেগম (৪০) হত্যাকান্ডের ঘটনায় স্বামী নুর আহমদকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং সঠিক তদন্তের মাধ্যমে আসল খুনীকে সনাক্তের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে।
সোমবার নুর আহমদের স্বজনদের আয়োজনে পৌর বিপণীস্থ দু’তলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কারাগারে আটক নুর আহমদের আপন ভাগিনা মো. জালাল উদ্দিন।
জালাল উদ্দিন লিখিত বক্তব্যে বলেন, আমার আপন মামা নুর আহমদ ও মামী আছিয়া বেগমের সংসার জীবন ভালই চলছিল। গত ৫/৬ বছর পূর্বে আমার মামীর সাথে (পাইলগাঁও) একই গ্রামের ফার্নিচার ব্যবসায়ী নছর আলীর পরিচয় হয় এবং এরপর থেকেই আমার মামীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন নছর আলী। একদিন আমার মামা নুর আহমদ তাদের বাড়িতে নছর আলীকে অবৈধ মেলামেশায় দেখতে পান। এসময় মামা প্রতিবাদ করলে নছর আলী ভয়ভীতিসহ প্রাণে মারার হুমকি দেন। এ নিয়ে নছর আর আমার মামা নুর আহমদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। গত বছরের ১৭ সেপ্টেম্বর রাতে মামা ঘুমিয়ে থাকার সুযোগে নছর আলী আমার মামার ঘরে এসে মামীর সাথে অবৈধ মেলামেশার এক পর্যায়ে আমার মামীকে গলা টিপে ধরে। পরে জবাই করে ভোররাতে পালিয়ে যাওয়ার সময় আছিয়া বেগমকে টেনে হিঁচড়ে দুরে নিয়ে যায়। এ সময় পরকীয়া প্রেমিক নছর আলী আমার মামা নুর আহমদকে ফোন করে বলেন তোমার স্ত্রী আমার বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে । খবর পেয়ে আমার মামা নুর আহমদ ঘটনাস্থলে গিয়ে মামীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে মামা মামীর নিকট জানতে চান তোমার গলা কে কেটেছে। তখন আছিয়া বেগম বলেন আমার গলা কেটেছে নছর আলী। এই কথা বলেই আছিয়া বেগম মৃত্যুবরণ করেন। পরে নুর আহমদ তার স্ত্রীর মৃতদেহ নিয়ে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করা হয়।
তিনি আরো বলেন এ সময় নছর আলী জগন্নাথপুর থানা পুলিশকে ফোন করে ঘটনাস্থলে এনে আমার মামা নুর আহমদকে গ্রেপ্তার করান।
ঘটনার দিন বিকেলে নিহত আছিয়া বেগমের আপন বড়ভাই মফিজ উদ্দিনকে মামীর খুনের ঘটনায় মামা নুর আহমেদ জড়িত বলে এমন ভূল বুঝিয়ে জগন্নাথপুর থানায় নুর আহমদকে প্রধান আসামী করে মামলা দায়ের করান নছর আলী। এই মামলায় আমার মামা গত তিন মাস ধরে জেলা কারাগারে আটক আছেন বলে জানান।

সংবাদ সম্মেলনে আছিয়া বেগমের হত্যাকান্ডের সাথে জড়িতদের সঠিক তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সুনামগঞ্জের পুলিশ সুপারের কাছে দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন নুর আহমদের স্বজন মো. মইনুদ্দিন, আলমগীর হোসেন, রফিক আহমদ, আল আমীন ও রিয়াজ উদ্দিন প্রমুখ।

এ ব্যাপারে নছর আলীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনের লাইন কেটে মোবাইল ফোনটি বন্ধ করে দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.