সিলেটপোস্ট ডেস্ক::সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়েরা কুপিয়ে ফ্রান্স প্রবাসীর বোন জামাইকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার গোবিন্দ শ্রী গ্রামের বড় বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে ।
এ ঘটনায় নিহত হয়েছেন মরহুম জাবের আলীর ছেলে, তাহিরপুর বাজারের ব্যবসায়ী জুয়েল মিয়া (৩৫)।
এই ঘটনায় নিহতের স্ত্রী বন্যা বেগম (২৪) গুরুতর জখম অবস্থায় সুনামগঞ্জ সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের বরাতে ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান, জুয়েল মিয়ার বাড়ি পাশেই ছিলো তার শ্বশুর বাড়ি। জুয়েল মিয়ার স্ত্রীর বড় ভাই, সাবেক নৌ সদস্য মোঃ এনামুল কবীর আখঞ্জীর পৈতৃক সম্পত্তির উপর তার চাচাতো ভাইয়ের দখল নিয়ে দীর্ঘদিন সংঘাত চলমান।
রোববার দুপুরে হুমায়ুন আখঞ্জী এবং তার ভাইয়েরা এনামুল কবীর আখঞ্জীর যায়গায় নতুন বাড়ি বানানোর কাজ শুরু করে। এর প্রতিবাদে এনামুল কবীর আখঞ্জী বোন বন্যা বেগম এবং তার জামাই জুয়েল মিয়া সেখানে গিয়ে বাধা দেয়। একপর্যায়ে চাচাতো ভাই তাহিরপুর আওয়ামী লীগের শীর্ষ নেতা হুমায়ুন আখঞ্জী এবং তার ভাইয়েরা ও সহযোগিদের সাথে তর্ক-বিতর্ক হয়।
“এক পর্যায়ে চাচাতো ভাইরা রাম দা, চাপাতি দিয়ে জুয়েল মিয়া ও তার স্ত্রীকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।”
ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, “নিহত জুয়েল মিয়ার মরদেহ সুনামগঞ্জ হাসপাতালের মর্গে রয়েছে। সেখানে ময়নাতদন্তের কার্যক্রম চলছে। ঘটনার পর অভিযুক্তরা বাড়ি থেকে পালিয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।”
তবে এই ঘটনায় সন্ধ্যা ছয়টা পর্যন্ত মামলা হয়নি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি।