ওসমানীনগর প্রতিনিধি::সিলেটের ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উজেলার তাজপুরস্থ ডাক বাংলা এই সভার আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক জোবায়ের আমিন এর সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক সুজন মাহমুদ এর পরিচালনায় পরিচিতি সভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক আতিকুর রহমান টিটু, হানিফ আহমদ, জাবেদ আহমদ আবির, উজ্জল আহমদ, কাওছার আহমদ, টুল টুল দেব, জুনেল আহমদ, শেখ তানভির, জুবায়েল সিদ্দিকি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সদস্য সিমুর আলী, সেলিম আহমদ, ফয়ছল আহমদ, শাহাব উদ্দিন, সজ্জল আহমদ, আব্দুস ছামাদ, সাইফ আহমদ, শিজিল আহমদ, আব্দুল করিম, আবির আদনান বদরুল, ইমরান আহমদ, এনাম আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পাকিস্তানের প্রেতাত্মারা কখনও চায়নি বাংলাদেশ একটি শান্ত রাষ্ট্রে পরিণত হোক। তারা এই দেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালিয়ে গেছে। প্রধানমন্ত্রীর দক্ষ নেতেৃত্বে তারা বার বার বিফল হয়েছে। প্রধানমন্ত্রী দেশকে সন্ত্রাসমুক্ত করতে এবং বাংলার মানুষদের শান্তিতে রাখতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। তাই ছাত্রলীগ প্রধানমন্ত্রীর ভ্যান গার্ড হিসেবে সর্বদা সচেষ্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ওসমানীনগর উপজেলা ছাত্রলীগ সব সময় মাঠে রয়েছে।
ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয়ায় সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা।