ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি::“কত মানুষরে কই আমারে শিতের কম্বল দিয়েন সারারাত রাস্তায় খুব ঠান্ডা লাগে দিমু দিমু কইরা আর কেউ দেয়না। বাবারে তোমরা আইয়া দিলা, আল্লাহ তোমাগো বাচাইয়া রাখুক।“
কথাগুলো বলেন মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা মায়া পাগলী। প্রচন্ড শীতে কাহিল হয়ে পড়ছিলেন তিনি।
ক্রয়ক্ষমতার বাইরে শীতার্ত ব্যক্তিরা না পারে পেট ভরে খাবার খেতে, না পারে কোনো অসুখ হলে চিকিৎসা করাতে। রাতের বেলায় দেখা যায় কীভাবে, কেমন করে শীতবস্ত্রবিহীন মানুষ কষ্টে রাত যাপন করছে। তাদের নেই কোনো শীত নিবারণ করার সম্বল। প্রতিবছর সিলেটের ওসমানীনগর উপজেলার বিভিন্ন হাটবাজারের রাস্তায় শুয়ে থাকা মানসিক ভারসাম্যহীন,দুস্থ, নিঃস্ব, ছিন্নমূল, গরিব, দুঃখী, বস্ত্রাভাবী শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ শীতের তীব্রতায় নিদারুণ কষ্ট পায়।
রাতের প্রথম প্রহর (১২টা ১মিনিট) ওসমানীনগর উপজেলার তাজপুর কলেজের শহীদ মিনারে একুশের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গভীর রাতে মানসিক ভারসাম্যহীনদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব। উপজেলার দয়ামীর বাজার থেকে শুরু করে তাজপুর, গোয়ালাবাজার, কলারাই বাজার ও শেরপুর এর বিভিন্ন স্থানে অসহায় ছিন্নমূল, যারা রাস্তায় রাত্রিযাপন করে তাদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উপজেলা চেয়ারম্যান শামীম আহমেদ (ভিপি) এর কাছ থেকে উপহার পাওয়া শীতবস্ত্র এবং অনলাইন প্রেসক্লাবের তহবিল থেকে ক্রয়কৃত শীতবস্ত্র অনলাইন প্রেসক্লাব এর সভাপতি উজ্জ্বল দাশ ও সাধারণ মলয় চক্রবর্তী এর নেতৃত্বে বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন অনলাইন প্রেসক্লাব এর কোষাধ্যক্ষ এমদাদুর রহমান খান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মন্টু দাশ, কার্যনির্বাহী সদস্য শশাঙ্ক চৌধুরী, মো: রফিক মিয়া।