বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি::মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষ্যে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের পক্ষ থেকে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র/ছাত্রীরা বিদ্যালয় থেকে বিশাল র্যালী নিয়ে সকাল সাড়ে ৭টার সময় আউশকান্দি হীরাগঞ্জ সহ ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বর প্রদক্ষিণ করে পূণঃরায় বিদ্যালয়ে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এবং সকল ভাষা শহীদদের স্মরণে তাঁদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
এ সময় উপস্থিত, অত্র প্রধান শিক্ষক লুৎফুর রহমান, সহকারী অধ্যাপক ইকবাল বাহার তালুকদার, সহকারী অধ্যাপক শাহীন আক্তার, সহকারী অধ্যাপক ফাতেমা মোতালেব, সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, প্রভাষক জিয়াউর রহমান মীর, প্রভাষক এ কিউ জাহেদ, সহকারী প্রধান শিক্ষক আফরোজা বেগম, সিনিয়র শিক্ষক ফাতেমা জিন্নতআরা, রানু কান্তি দাস, বীনা দেবনাথ, বাবুল চন্দ্র সরকার সহ শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী। পরে একে একে মিঠাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, উদয়ন বিদ্যাপিট, দি লিটল ফ্লাওয়ার জুনিয়র হাই স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা খন্ডখন্ড র্যালী নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।