ওসমানীনগরে ভ্রাম্যমান আদালতের জরিমানা

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০২৩, ১:৩৪ পূর্বাহ্ণওসমানীনগর প্রতিনিধি::ওসমানীনগরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ টি ব্যবসা প্রতিষ্টানে মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।মঙ্গলবার দুপুরে ওসমানীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র রাজীব দাশ পুরকায়স্থ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় উপজেলার গোয়ালাবাজারের মৌচাক মিষ্টি ঘর, বনফুল এন্ড কোং, মোহন লাল মিষ্টি ঘর,আল হাসান ও জাবেদ ষ্টোরে অভিযান পরিচালনা করে নানা অনিয়মের কারণে তাদের মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন, ওসমানীনগর থানা এস আই মোখলেছুর রহমান, বি এস টি আই এর প্রকৌশলী মরিয়ম আক্তারসহ প্রমুখ।