ওসমানীনগর প্রতিনিধি::সিলেটের ওসমানীনগর থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৯ আসামীকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার দিবাগত রাতে এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জিআর-২২৭/২১ মামলার আসামী উপজেলার বড় ধিরারাই গ্রামের মৃত আসাদ উল্লাহর ছেলে বশর উদ্দিন (৫৫), তার স্ত্রী ফুলতেরা বেগম (৪৮), ছেলে লিখন মিয়া (২২) ও মালেক মিয়া (২৮)।
নন জিআর-০৯/২৩ মামলার আসামী উপজেলার ভাগলপুর গ্রামের মৃত আব্দুস সত্তারের ছেলে তখলুছ মিয়া (৫০), আলকাছ মিয়া (৩৫) ও তখলুছ মিয়ার স্ত্রী সুজিনা বেগম।
জিআর-৪৯/২৩ মামলার আসামী উপজেলার লাল কৈলাশ এলাকার হুসমত আলীর ছেলে সম্রাজ আলী (৩২) ও কাশিপাড়া গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে আখলাকুর রহমান সোহেল (৩৫)।
গ্রেফতারকৃতদের শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছে ওসমানীনগর থানা পুলিশ।