মীর শোয়েব আহমদ: জৈন্তাপুর ::ঈদের পরের দিন সিলেটের বিভিন্ন পর্যটন স্পটে উঠতি বয়সের কিছু তরুনকে খোলা ট্রাকে ঊচ্চ বাদ্যযন্ত্র বাজিয়ে ডিজে পার্টি করতে দেখা যায়। বিষয়টি পর্যটক ও স্থানীয় জন সাধারণদের বিরক্তির কারণ হয়ে দাড়িয়েছিল।
সিলেট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এঁর নির্দেশনায় খোলা ট্রাকে উচ্চ বাদ্যযন্ত্রে এমন ডিজে পার্টির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানা ও ট্রাফিক পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করে। বিশেষ করে সিলেটের পর্যটনের মূল স্থান গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর মডেল থানা ও ট্রাফিক পুলিশের সদস্যরা যৌথ তৎপরতায় খোলা ট্রাকে এসব ডিজে পার্টির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। উল্টো মালামাল পরিবহনের ট্রাকে মানুষ পরিবহন করায় ট্রাকের চালকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে জরিমানার কাগজ প্রদান করে।