চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা::জেলার চুনারুঘাট উপজেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে। সোমবার (পহেলা মে) দুপুরে চুনারুঘাট পৌর শহরের মধ্যবাজার সংগঠনের সভাপতি আব্দুল কাদির সরকারের সভিপতিত্বে ও সাধারন সম্পাদক সাজিদুর রহমানের পরিচালনায় আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা মালিক সমিতির সভাপতি মো: কামরুল ইসলাম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জমরুত মিয়া, অর্থ সম্পাদক মো: জুয়েল মিয়া, রিপন মিয়া, মোশাহিদ সরকার সহ শ্রমিক ইউনিয়নের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। প্রধান অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার শ্রমিকদের সকল দাবীর প্রতি একমত পোষণ করে তিনি বলেন, উপজেলার আইনশৃঙ্খলা সভায় শ্রমিকদের থানায় রাতের ডিউটির সম্মানি ভাবত টাকা উত্থাপন করে আদায়ের চেষ্টা করবেন। সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি কাদির সরকার বলেন, আমাদের সিএনজি চালকদের ধরে নিয়ে চুনারুঘাট থানায় রাত্রিকালিন ডিউটি করানো হয়। কিন্তু বিনিময়ে তারা চালকদের সিএনজির গ্যাস কিংবা কোন ভাড়া দেয়নি । অনতিবিলম্বে এ ভাড়া দেয়ার জন্য তিনি পুলিশের প্রতি জোড় দাবী জানান। মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মো: কামরুল ইসলাম বলেন, রাস্তাঘাটে ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধ ও শ্রমিকদের ন্যায্য দাবী মানার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
পরে শত শত শ্রমিকরা সংগঠনের সভাপতির নেতৃত্বে একটি বিশাল সিএনজি গাড়ি শোভা যাত্রা বের করে শহর প্রদক্ষিণ করে পৌর শহরের মধ্যে বাজার এসে সমাপ্ত হয়।