সংবাদ শিরোনাম
মাজারে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার  » «   আজকে সিলেটে বিএনপির র‍্যালি-সমাবেশ স্থগিত পরবর্তী ১৭ তারিখ মঙ্গলবার অনুষ্ঠিত হবে  » «   গণতন্ত্র হত্যাকারীরা যাতে মাথাচাড়া দিতে না পারে, খেয়াল রাখতে হবে: কাইয়ুম চৌধুরী  » «   ওসমানীনগরে আ,লীগ নেতা মুকিদের বিরোদ্ধে প্রবাসী মহিলার টাকা আত্নসাতের অভিযোগ!  » «   শান্তিগঞ্জের টাইলা গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দিনমুজুরের বসতভিটা দখল করেছে ভূমিখেকোচক্র  » «   সুনামগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ে ভূয়া ঠিকানা ব্যবহার করে স্বাস্থ্য সহকারী পদে চাকরি নেওয়ার অভিযোগ  » «   সিলেটসহ ২৫ জেলার নতুন ডিসিদের কর্মস্থলে যাওয়া মানা, প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিফিং স্থগিত  » «   সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্বামীর ছুরিকাঘাতে প্রাণগেল স্ত্রীর   » «   সিলেটের শাহপরাণ (রাহ.) মাজারে আলেম-জনতার সঙ্গে গভীর রাতে ওরসপন্থীদের সংঘর্ষ  » «   সারাদেশের সাত বিভাগে ২৪ ঘণ্টায় নতুন ৬১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি, একজনের মৃত্যু  » «   সিলেটে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন পি. কে. এম এনামুল করিম  » «   গোলাপগঞ্জে নির্দোষ ব্যক্তিকে আন্দোলনের মামলায় আসামি দিয়ে হয়রানির অভিযোগ  » «   ব্যক্তিগত স্বার্থের জেরে শরীফপুর ইউপিতে তালা, ভেঙে ফেলল বিক্ষুব্ধ জনতা  » «   নবীগঞ্জে দখলদারদের কবলে ডেবনা নদী উপর ঘর-বাড়ি! অল্প বৃষ্টি বা বন্যার পানি আসলেই তলিয়ে যায় এলাকা  » «   দায়িত্ব বুঝে নিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার  » «  

জৈন্তাপুরে ভূমি সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রিপামনি দেবী

মীর শোয়েব আহমদ, জৈন্তাপুর:: নানা প্রতিকূলতার মধ্যেও দুর্নী‌তি বন্ধ, সরকারী সস্পত্তি উদ্ধার, নামপত্তন ও ১৫০ ধারা দ্রুত নিস্প‌ত্তিসহ উত্তম ব্যবহা‌রের মাধ্য‌মে মাত্র এক বছরের মধ্যে জৈন্তাপুর বাসীর ম‌নে স্থান ক‌রে নি‌য়ে ভূমি সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)
রিপামনি দেবী।তিনি ১৬ ই জানুয়ারি ২০২২ ইং তারিখ হইতে জৈন্তাপুর উপজেলা #সহকারী_কমিশনার_ভূমি হিসেবে যোগদান করেন। তাঁর যোগদানের পর ভূ‌মি অফি‌সে ঘুষ ছাড়া কাজ হয় না এমন ধারণা পা‌ল্টে গে‌ছে উপ‌জেলার সাধারণ ভূমি সেবা গ্রহীতাদের মাঝে। যোগদানের পর ভু‌মি অফিস থেকে অনিয়ম-দূর্নীতি প্রতিরোধ করে মডেল ভূ‌মি অ‌ফিসে রুপান্তরিত করতে নিরলসভাবে কাজ করছেন তি‌নি। ভূ‌মি অফিসের দৃশ্যপট পাল্টে গতিশীল হয়েছে কাজ, দূর হয়েছে ভূ‌মির মা‌লিক‌দের হয়রানি ও ভোগান্তি। সেবা গ্রহীতাদের কাজ সহজীকরণে ও ভূমি অফিসকে দালালমুক্ত করতে নিয়েছেন নানাবিধ পদক্ষেপ।

সেবা গ্রহীতারা যাতে ‌নি‌জের কাজ নি‌জে এ‌সে কর‌তে পা‌রে এজন্য খু‌লে‌ছেন হেল্প ডেস্ক। হেল্প ডেস্ক থে‌কে বিস্তা‌রিত তথ্য ও কা‌জের গাইড লাইন পা‌চ্ছে সেবা গ্র‌হীতারা। ‌গোপন অ‌ভি‌যোগ গ্রহ‌ণের জন্য স্থাপন ক‌রে‌ছেন স্বচ্ছ অভিযোগ বাক্স। নিরাপত্তার স্বা‌র্থে স্থাপন ক‌রে‌ছেন সি‌সি ক্যা‌মেরা। অ‌ফি‌সের সম্মূ‌খে ঝু‌লি‌য়ে‌ছেন সরকারী ফিসের বিবরণ সম্বলিত ও নামপত্তনের প্রবাহ চিত্রের বিলবোর্ড, সি‌টি‌জেন চার্টারসহ সচেতনতামূলক ও দুর্নী‌তি বিরোধী বি‌ভিন্ন সাইনবোর্ড। সেবা গ্রহীতাদের সরাস‌রি পরামর্শ ও অ‌ভি‌যোগ গ্রহ‌ণের জন্য নিয়‌মিত ক‌রছেন গণশুনানীর ব্যবস্থা, স‌চেতনতা বৃদ্ধি‌তে করছেন উঠান বৈঠকও, উন্মুক্ত করেছেন নিজ ফোন নম্বর। আগত সর্বস্ত‌রের সেবা গ্রহীতা‌দের জন্য সহকারী ক‌মিশনা‌র (ভূ‌মি) এর নিজস্ব কার্যালয় করে দিয়েছেন উন্মুক্ত। ফলে নি:সঙ্কোচভাবে সেবা গ্রহীতারা তা‌দের সমস্যার কথা বল‌তে পা‌রে।

ই-নামজারীর ব্যবস্থা গ্রহণ, মু‌ঠে‌া‌ফো‌নে ভু‌মি সেবা চালু, ভূ‌মি উন্নয়ন কর আদায় বৃ‌দ্ধি করা হ‌য়ে‌ছে। এমনকি দ্রুততার সাথে কাজ সম্পাদন করতে তিনি তাঁর সহকর্মীদের নিয়ে ছুটির দিনেও করছেন অফিস। যে কারণে নিষ্পত্তি হয়েছে ‌যোগদা‌নের পূ‌র্বে জমে থাকা অধিক মামলাসহ প্রায় হাজার খানিক নামজারী মামলা। ই‌তিম‌ধ্যে তৈ‌রি কর‌তে সক্ষম হ‌য়ে‌ছেন উপ‌জেলার ভি‌পি ডাটা‌বেজ, খাসজ‌মি ডাটা‌বেজ, জলমহল ডাটা‌বেজ। সম্পন্ন ক‌রে‌ছেন বেশকিছু ঝুলন্ত ১৫০ ধারা মামলা। ১৫ দি‌নের ম‌ধ্যে কর‌ণিক ভুল সং‌শোধন ২৩(৩) ধারা নিষ্প‌ত্তি কর‌া হ‌চ্ছে। এছাড়া নতুন আ‌বেদনকারী‌দের ২৮ দি‌নের ম‌ধ্যে নামজারীর ব্যবস্থা কর‌তে আন্ত‌রিকতার সা‌থে কাজ ক‌রে যা‌চ্ছেন।

তিনি এখানে যোগদানের পরে তার নিজস্ব প্রচেষ্টায় ঢেলে সাজিয়েছেন ভূমি সেবা। সুস‌জ্জ্বিত ক‌রে তু‌লে‌ছেন রেক‌র্ডরুমসহ সমগ্র ভূ‌মি অফি‌স। সং‌শ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীগণ‌কে পরামর্শ, উৎসাহ ও নি‌বিড় তদার‌কির মাধ্য‌মে কা‌জের প্র‌তি দা‌য়িত্ব‌বোধ, আন্ত‌রিকতা, স্বচ্ছতা ও জবাব‌দি‌হিতা বৃ‌দ্ধি‌‌তে কাজ করে যা‌চ্ছেন তি‌নি।
ভূমি অফিস প্রাঙ্গনে অবহেলায় পরে থাকা কিছু জমিতে বাগান তৈরি করে সেখানে টমেটো চাষ করেছেন এবং সেটি সেবা গ্রহীতাদের মধ্যেও যতটুকু সম্ভব বন্টন করেছেন।

তি‌নি যোগদা‌নের ৩ মা‌সের মধ্যেই জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে বেশকিছু একর জমি রাঘব‌ বোয়াল‌দের থে‌কে দখলমুক্ত করে সরকারি জিম্মায় এ‌নে‌ছেন। যা অত্র উপ‌জেলার ই‌তিহা‌সে এক অনন্য দৃষ্টান্ত ।

তাছাড়া বাড়তি দায়িত্ব হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব নিয়ে বেশকিছু অভিযান পরিচালনা করছেন এবং অবৈধ মালামাল উদ্ধার করে জরিমানা/ নিলাম দিয়ে সরকারি কোষাগারে জমা দিয়ে সরকারের রাজস্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.