সংবাদ শিরোনাম
সিলেটে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন পি. কে. এম এনামুল করিম  » «   গোলাপগঞ্জে নির্দোষ ব্যক্তিকে আন্দোলনের মামলায় আসামি দিয়ে হয়রানির অভিযোগ  » «   ব্যক্তিগত স্বার্থের জেরে শরীফপুর ইউপিতে তালা, ভেঙে ফেলল বিক্ষুব্ধ জনতা  » «   নবীগঞ্জে দখলদারদের কবলে ডেবনা নদী উপর ঘর-বাড়ি! অল্প বৃষ্টি বা বন্যার পানি আসলেই তলিয়ে যায় এলাকা  » «   দায়িত্ব বুঝে নিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার  » «   সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত  » «   বিচার করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের,কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে- সিলেটে আল্লামা মামুনুল হক  » «   সিলেটবাসীর হৃদয়ে চির জাগরূপ হয়ে থাকবেন এম সাইফুর রহমান: মিফতাহ সিদ্দিকী  » «   আজ পদত্যাগ করতে পারে নির্বাচন কমিশন , দুপুরে সংবাদ সম্মেলন  » «   কাউন্সিলর বিহীন ৩৬নং ওয়ার্ডে নেই কোন কার্যক্রম হতাশ জনগণ  » «   পুলিশের সাবেক আইজিপি শহীদুল ও মামুনের রিমান্ড মঞ্জুর  » «   সিলেটের কানাইঘাট সীমান্তের একাধিক এলাকা দিয়ে নেতাদেরকে পালাতে সহায়তা করেছে এই প্রভাবশালী চক্র  » «   সাবেক আইজিপি শহীদুল হককে ডিবি ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেনা হেফাজতে  » «   নবীগঞ্জে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানী’র ১০৬ তম জন্মবার্ষিকী পালন  » «   নবীগঞ্জে কথাকাটির জের ধরে সিএনজি চালক হাফিজুরকে চুরিঘাতের ৫ দিন হাসপাতালে থাকার পর মৃত্যু  » «  

৩৪ নং ওয়ার্ডে লাঙ্গলের সমর্থনে নির্দলীয় মহিলা সমাবেশ অনুষ্ঠিত

সিলেটপোস্ট ডেস্ক::সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল মার্কার মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুলের সমর্থনে নির্দলীয় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ মে) বিকেল ৫টায় সিসিকের ৩৪ নং ওয়ার্ডের শাহপরান বহর আল বারাকা আবাসিক এলাকায় এই মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

৩৪ নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী ফাতেমা বেগমের সভাপতিত্বে ও মাসুমা বেগমের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর জাতীয় পার্টির আহবায়ক ও লাঙ্গল প্রতীকের মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল।

এসময় তিনি বলেন, আগামী ২১ জুন সিসিক নির্বাচন। আমি নির্বাচনে মেয়র পদে অংশগ্রহণ করছি। আমার এ লড়াই স্বজনপ্রীতির বিরুদ্ধে, যারা অসহায় মানুষকে নির্যাতন করে তাদের বিরুদ্ধে। সরকার থেকে বরাদ্দকৃত বয়স্কভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধার কিছুই পান না আপনারা৷ ওয়াদা করছি, আমি মেয়র হলে সব ধরণের নাগরিক সেবা আপনারা পাবেন।

তিনি বলেন, আমার টাকার অভাব নেই, টাকার দরকারও নেই৷ আমার বয়স বর্তমানে ষাটের কাছে। জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। আমি আপনাদের হক আপনাদের হাতে তুলে দিতে চাই। নগর উন্নয়নের জন্য সরকার অনেক টাকা বরাদ্দ দিয়েছে। কিন্তু সেই টাকার সিংহভাগই চলে যায় কমিশনখোরদের পকেটে। অসৎ লোকের দ্বারা কখনোই টেকসই উন্নয়ন সম্ভব নয়। আমি নগরভবন থেকে দুর্নীতি উচ্ছেদ করতে চাই। আপনারা সবাই লাঙ্গল মার্কায় ভোট দিয়ে আধুনিক ও পরিকল্পিত নগর গড়ার মিশনে অংশীদার হোন।

তিনি আরো বলেন, আমি মেয়র হই বা না হই, আপনারা বহরবাসী সকলেই আমার স্বজন। আমাকে সবসময় আপনাদের পাশে পাবেন ইনশাআল্লাহ।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল বশীর লস্কর, সিলেট জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসনাত বারাকাত, ৩৪ নং ওয়ার্ড জাতীয় পার্টির আহবায়ক মানিক আহমদ, ৩৩ নং ওয়ার্ড জাতীয় পার্টির আহবায়ক সেলিম আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, লাবনী বেগম, শেফালী বেগম, শেলী বেগম, কুলসুমা বেগম, সায়মা বেগমসহ এলাকার সর্বস্তরের নারী-পুরুষগণ

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.