সংবাদ শিরোনাম
দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ভারতীয় ৭১ টি গরুসহ চোরাকারবারি আটক  » «   হুমায়ুন রশিদ চত্বরে চাদাঁবাজ সন্ত্রাসীদের কাছে জিম্মি অটোরিক্সা চালক শ্রমিকরা-অভিযোগ  » «   ১ মন গাঁজাসহ সিলেটের ৩ কারবারি নবীগঞ্জে আটক  » «   প্রবীণের বুদ্ধি নবীনের শক্তির সমন্বয়ে সমাজের অন্যায় অবিচার দূর করতে হবে-জেলা প্রশাসক শেখ রাসেল হাসান  » «   জৈন্তাপুরে কর্মরত সাংবাদিকদের সাথে জৈন্তাপুর মডেল থানা পুলিশের মাসিক প্রেস-ব্রিফিং  » «   গোয়াইনঘাটে পানিতে পড়ে শিশুর মৃত্যু  » «   যাদুকাটায় নৌকা ডুবে পাথর শ্রমিকের মৃত্যু  » «   দোয়ারাবাজারে অবৈধ ভাবে বসত ঘরসহ দোকান পার্ট নির্মান ও রাস্তার গাছ কাটার অভিযোগ  » «   সিলেটে জন্ম নিবন্ধন করাতে গিয়ে বিপাকে পড়ছেন অভিভাবকরা  » «   সিলেটে তালামীযে ইসলামিয়ার মীলাদুন্নবী (সা.) র‍্যালি অনুষ্ঠিত  » «   দক্ষ জনশক্তি দেশ বিদেশের শ্রমবাজারে অবদান রাখবে-শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি  » «   খালেদা জিয়ার মুক্তি ও বিদেশযাত্রা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে-নাসিম হোসাইন  » «   দোয়ারাবাজারে ভারতীয় চিনিসহ আটক ২    » «   দোয়ারাবাজারে চোরাইপথে আসা ভারতীয় ৩৬ গরুসহ আটক ৮  » «   চুনারুঘাটে বানের পানির মত আসছে বিভিন্ন প্রকার মাদক  » «  

সমাজে অপরাধ কমাতে হলে বিনোদন ও খেলাধূলার কোন বিকল্প নাই-নবীগঞ্জে বিদায়ী সংবর্ধনায় অতিথিরা

নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি::আনন্দ সংগীত একাডেমীর পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান ঝাঁকঝমক ভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত নয়টার দিকে ঢাকা- সিলেট মহা সড়কের নবীগঞ্জ উপজেলার ব্যস্ততম জন বহুল আউশকান্দি হীরাগঞ্জ মধ্য বাজারস্থ আনন্দ সংগীত একাডেমীতে এক আলোচনা সভা হয়। আলোচনা সভা ও পরিচয় পর্বের পর উপস্থিত সবাই এক সাথে তালে তাল মিলিয়ে আনন্দ উল্লাস করে দেশ ও মাঠি নিয়ে ৪/৫টি সংগীত প্ররিবেশন করেন। পরিশেষে লন্ডন প্রবাসী কন্ঠ শিল্পী ও চলচিত্র নির্মাতা জুনায়েদ আহমেদ এবং লন্ডন প্রবাসী সংগীতানুরাগী শাহজাহান মিয়াকে উক্ত একাডেমির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উক্ত ক্রেস্ট প্রদান শেষে আনন্দ সংগীত একাডেমীর
সাধারণ সম্পাদক মন্ঠি ঠাকুরের পরিচালনায় বক্তব্য রাখেন, ফকির ফজলু মিয়া, প্রবাসী জুনায়েদ আহমেদ, প্রবাসী শাহজাহান মিয়া। এ সময় উপস্থিত ছিলেন, উক্ত একাডেমির সভাপতি কন্ঠ শিল্পী খালেদ আহমেদ, বিশিষ্ট মুরুব্বি মুজাক্কির আলী, সাংবাদিক বুলবুল আহমেদ, কুয়েত প্রবাসী ইব্রাহিম মিয়া, সংগঠনের সদস্য সবুর মিয়া, জাহাঙ্গীর আলম, শ্রমিক নেতা আল আমিন, কেশব পাল, দিলু মিয়া, পারিন্দ্র, শেখ মুজিবুর রহমান সহ অন্যান্য সদস্যরা।

বিদায়ী আলেচনা সভায় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, সমাজের অপরাধ দূরে করতে হলে হারিয়ে যাওয়া গ্রাম- বাংলার ঐতিহ্যবাহী খেলাধূলার কোন বিকল্প নেই। খেলাধূলার মাধ্যমে নানান প্রতিযোগিতা এবং সঠিক সংগীত চর্চায় শরীর ও মন সুস্থ থাকে। তাই বিনোদনেরও প্রয়োজন আছে।

প্রসঙ্গত:- কন্ঠ শিল্পী ও চলচিত্র নির্মাতা জুনায়েদ আহমেদ Junayed Andrey লন্ডন থেকে
চলতি মে মাসের ৮ তারিখ সোমবার মা- মাটির টানে নিজ দেশের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের দেওতৈল গ্রামে আসেন। তিনি দেশে আসার খবরে বিভিন্ন সামাজিক সংগঠন, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নিজ বাড়ি, বাজার ও বিভিন্ন সামাজিক সংগঠনের লোকজনের সাথে হাটে বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সৌজন্য সাক্ষাৎ করতে দেখা যায়।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জুনায়েদ আহমেদ বলেন, সংগীতের কারণেই আজ মানুষ আমাকে এতো ভালবাসে তা আমি কখনই কল্পনাই করতে পারি নি। আমাদের সঠিক সংগীত চর্চার প্রয়োজন। সঠিক সংগীত চর্চার মাধ্যমে অনেক কিছু ফুটে ওঠে। তিনি আরো বলেন, গ্রাম এলাকার মানুষ, বন্ধু/বান্ধব, সহপাঠী, আত্মীয় স্বজনদের কাছ থেকে আমি যে মায়া- মমতা ও প্রেম- ভালবাসায় পেয়েছি, তা কখনও ভূলার নয়। তাই মানুষের কথা আমি ও আমার কথা মানুষ মনে রাখার জন্য গ্রামবাসীকে নিয়ে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘুড়ি উড়ানো প্রতিযোগীতা উৎসব ২০২৩ এর আয়োজন করি। মে মাসের ১৭ তারিখ বুধবার সকাল ১০টার সময় আমার নিজ জন্মভূমি দেওতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ঘুড়ি প্রতিযোগিতা পূর্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। পরে আয়োজক কমিটির লোকজন উৎসুক নারী- পুরুষ সহ বিভিন্ন স্থান থেকে বাহারি রংয়ের নানান ঘুড়ি নিয়ে আগত খেলোয়ার ও সমর্থকদের নিয়ে যাওয়া হয় পাশ্ববর্তী জোয়ালভাঙ্গা হাওরে। সেখানে সুন্দর করে মাঠের চতুরদিকে রঙ্গিন কাগজ দিয়ে স্থান নির্ধারন করে ঝাঁকজমকপূর্ণ ভাবে কয়েক শতাধীক নারী পুরুষের উপস্থিতিতে শান্তি পূর্ণ ভাবে ঘুড়ি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এ ঘুড়ি প্রতিযোগীতায় বিভিন্ন স্থান থেকে মোট ৯২ টি ঘুড়ি নিয়ে ঘুড়ি প্রেমিকরা অংশ গ্রহণ করেন। উক্ত খেলাটি পরিচালনা করেন, কমিটির সদস্য সচিব ক্বারী আব্দুল কাইয়ুম, আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব কামরুল ইসলাম চৌধুরী, যুবলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য খালেদ আহমেদ জজ। এ ছাড়াও কমিটির সকল সদস্য সহ স্থানীয়দের সহযোগিতায় ঘুড়ি প্রতিযোগিতা সম্পন্ন হয়।
এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারী দীঘলবাক ইউনিয়নের বোয়ালজুর গ্রামের সেলিম মিয়া নগদ ১০ হাজার টাকা পুরস্কার পান, ২য় স্থান অধিকারকারী আউশকান্দি ইউনিয়নের দেওতৈল গ্রামের ফাহাদ আহমদ ৫ হাজার টাকার পুরস্কার পান ও ৩য় স্থান অধিকারকারী দেওতৈল গ্রামের উবায়দুর রহমান ৩ হাজার টাকা নগদ পুরস্কার পান।
আগামীকাল রবিবার ২৮ মে নবীগঞ্জের অহংকার কন্ঠ শিল্পী ও চলচ্চিত্র নির্মাতা জুনায়েদ আহমেদ জীবিকার তাগিদে ফিরে যাচ্ছেন কর্মস্থল লন্ডনে। সময় স্বল্পতার কারণে পরিচিত সবার সাথে দেখা স্বাক্ষাত করতে না পারায় তিনি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.