সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

সিলেট সিটি নির্বাচন::প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন

সিলেটপোস্ট ডেস্ক::সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে আজ। প্রতীক বরাদ্দের পর পরই আনুষ্ঠানিক প্রচার প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। নগরের আনাচে কানাচে মাইকিং করে জানান দিতে শুরু করেছেন প্রার্থীরা। কোন কোন ওয়ার্ডে প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে করেন মিছিল-মিটিং। প্রার্থীদের সমর্থনে বেশ কয়েকটি ওয়ার্ডে মোটরসাইকেলের শোভাযাত্রা হয়েছে।

সিসিক নির্বাচনে বর্তমান কাউন্সিলরদের মধ্যে একজন বাদে বাকি সবাই নির্বাচনে অংশ নিচ্ছেন। প্রতীক পেয়ে পুরোদমে প্রচারণায় নেমে পড়েছেন তারা।

বর্তমান ২৭ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলরদের মধ্যে, ১ নং ওয়র্ডের বর্তমান কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী পেয়েছেন ঝুড়ি মার্কা।
২ নং ওয়র্ডের বর্তমান কাউন্সিলর বিক্রম কর সম্রাট পেয়েছেন লাটিম মার্কা।
৩ নং ওয়র্ডের বর্তমান কাউন্সিলর এ.কে.এ লায়েক পেয়েছেন ঠেলাগাড়ি মার্কা।
৪ নং ওয়র্ডের বর্তমান কাউন্সিলর নির্বাচনে বর্জন করায় এ ওয়ার্ডে নতুন মুখের দেখা মিলবে।
৫ নং ওয়র্ডের বর্তমান কাউন্সিলর রেজওয়ান আহমদ পেয়েছেন ঝুড়ি মার্কা।
৬ নং ওয়র্ডের বর্তমান কাউন্সিলর ফরহাদ চৌধুরী পেয়েছেন লাটিম মার্কা।
৭ নং ওয়র্ডের বর্তমান কাউন্সিলর আফতাব হোসেন খান পেয়েছেন ঘুড়ি মার্কা।
৮ নং ওয়র্ডের বর্তমান কাউন্সিলর মো. ইলিয়াছুর রহমান পেয়েছেন ঝুড়ি মার্কা।
৯ নং ওয়র্ডের বর্তমান কাউন্সিলর মো. মখলিছুর রহমান কামরান পেয়েছেন ঘুড়ি মার্কা।
১০ নং ওয়র্ডের বর্তমান কাউন্সিলর তারেক উদ্দিন তাজ পেয়েছেন ঠেলাগাড়ি মার্কা।
১১ নং ওয়র্ডের বর্তমান কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক পেয়েছেন ঠেলাগাড়ি মার্কা।
১২ নং ওয়র্ডের বর্তমান কাউন্সিলর মো. সিকন্দর আলী পেয়েছেন ব্যাডমিন্টন র‌্যাকেট মার্কা।
১৩ নং ওয়র্ডের বর্তমান কাউন্সিলর শান্তনু দত্ত (সনতু) পেয়েছেন ঘুড়ি মার্কা।
১৪ নং ওয়র্ডের বর্তমান কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম পেয়েছেন ঠেলাগাড়ি মার্কা।
১৫ নং ওয়র্ডের বর্তমান কাউন্সিলর ছয়ফুল আমিন (বাকের) পেয়েছেন টিফিন ক্যারিয়ার মার্কা।
১৬ নং ওয়র্ডের বর্তমান কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ পেয়েছেন ট্রাক্টর মার্কা।
১৭ নং ওয়র্ডের বর্তমান কাউন্সিলর রাশেদ আহমদ পেয়েছেন ট্রাক্টর মার্কা।
১৮ নং ওয়র্ডের বর্তমান কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমান পেয়েছেন মিষ্টি কুমড়া মার্কা।
১৯ নং ওয়র্ডের বর্তমান কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ পেয়েছেন ঠেলাগাড়ি মার্কা।
২০ নং ওয়র্ডের বর্তমান কাউন্সিলর মো. আজাদুর রহমান আজাদ পেয়েছেন লাটিম মার্কা।
২১ নং ওয়র্ডের বর্তমান কাউন্সিলর মো. আব্দুর রকিব তুহিন পেয়েছেন লাটিম মার্কা।
২২ নং ওয়র্ডের বর্তমান কাউন্সিলর ছালেহ আহমদ সেলিম পেয়েছেন টিফিন ক্যারিয়ার মার্কা।
২৩ নং ওয়র্ডের বর্তমান কাউন্সিলর মোস্তাক আহমদ পেয়েছেন টিফিন ক্যারিয়ার মার্কা।
২৪ নং ওয়র্ডের বর্তমান কাউন্সিলর সোহেল আহমদ রিপন পেয়েছেন ঠেলাগাড়ি মার্কা।
২৫ নং ওয়র্ডের বর্তমান কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু পেয়েছেন টিফিন ক্যারিয়ার মার্কা।
২৬ নং ওয়র্ডের বর্তমান কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস পেয়েছেন ঠেলাগাড়ি মার্কা।
২৭ নং ওয়র্ডের বর্তমান কাউন্সিলর আজম খান পেয়েছেন মিষ্টি কুমড়া মার্কা।

বর্তমান ৯ টি ওয়ার্ডে সংরক্ষিত আসনে কাউন্সিলরদের মধ্যে, ১ নং ওয়র্ডের বর্তমান কাউন্সিলর অ্যাডভোকেট সালমা সুলতানা পেয়েছেন চশমা মার্কা।
২ নং ওয়র্ডের বর্তমান কাউন্সিলর কুলসুমা বেগম পপি পেয়েছেন হেলিকপ্টার মার্কা।
৩ নং ওয়র্ডের বর্তমান কাউন্সিলর রেবেকা বেগম রেনু পেয়েছেন আনারস মার্কা।
৪ নং ওয়র্ডের বর্তমান কাউন্সিলর মাসুদা সুলতানা রেনু পেয়েছেন চশমা মার্কা।
৫ নং ওয়র্ডের বর্তমান কাউন্সিলর শাহানা বেগম শানু পেয়েছেন ডলফিন মার্কা।
৬ নং ওয়র্ডের বর্তমান কাউন্সিলর শাহানারা বেগম পেয়েছেন বই মার্কা।
৭ নং ওয়র্ডের বর্তমান কাউন্সিলর নাজনীন আক্তার কণা পেয়েছেন জিপ গাড়ি মার্কা।
৮ নং ওয়র্ডের বর্তমান কাউন্সিলর রেবেকা আক্তার লাকী পেয়েছেন জিপ গাড়ি মার্কা।
৯ নং ওয়র্ডের বর্তমান কাউন্সিলর এডভোকেট রোকসানা বেগম শাহনাজ সাধারণ ওয়ার্ডে নির্বাচন করায় এ ওয়ার্ডে মুখের দেখা মিলবে।

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে চূড়ান্ত লড়াইয়ে মোট ৭ জন মেয়র এবং ৩৭২ জন কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন।

৪২টি ওয়ার্ডে মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ৬০৫ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৫৩ হাজার ৭৬৩ ও নারী ২ লাখ ৩২ হাজার ৮৪২ জন। মোট কেন্দ্র ১৯০টি এবং ভোটকক্ষ ১হাজার ৩৬৪টি। ২০০২ সালে সিলেট সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হওয়ার পর সিলেটের সকল ওয়ার্ডে এবারই প্রথম হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.