সংবাদ শিরোনাম
দোয়ারাবাজার সীমান্তে কিশোর গ্যাংয়ের উৎপাত!খাসিয়াদের গুলিতে আহত ১  » «   এইচএসসি সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৭১.৬২%  » «   দোয়ারাবাজারে অটোরিকশাচাপায় শিশু শ্রেণির ছাত্রী নিহত  » «   দোয়ারাবাজারে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করলেন অফিসার ইনচার্জ   » «   কুশিয়ারা নদী থেকে লুপাট হচ্ছে কোটি কোটি টাকার বালু! নদীর বাঁধ হুমকির সম্মুখীন  » «   জৈন্তাপুরে জমিসংক্রান্ত বিরোধে একজন নিহত  » «   সিলেটে আন্তঃনগর উপবন এক্সপেসে আগুন  » «   নগরীর টিভি গেইটে নিজ দলরে ক্যাডাররা কুপিয়ে খুন করেছে এক ছাত্রলীগের কর্মীকে  » «   জৈন্তাপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন  » «   সর্বাত্মক হরতাল সফল করতে সিলেট জেলা ও মহানগর বিএনপির আহবান  » «   জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৬টি ভারতীয় মহিষ আটক  » «   সিলেট গ্যাস ফিল্ডস লি:’র বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা  » «   দোয়ারাবাজারে বালুবাহী বলগেটের ধাক্কা নৌকার মাঝি নিহত, আটক ২  » «   কানাডার ভিসার জন্য মন্ত্রণালয় ফেইক ডকুমেন্টস দিয়ে ভিসা নিতে বলেনি-মন্ত্রী ইমরান আহমদ  » «   নগরীর লালবাজার বনগাঁও হোটেলের বাথরুম থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার  » «  

সিলেটে সিটি নির্বাচনে অভিযোগ পাল্টা অভিযোগ:বিএনপি ও অঙ্গ সংগঠনের ৪৩ নেতাকর্মীকে বহিষ্কার

সিলেটপোস্ট ডেস্ক::সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে চলছে জমজমাট প্রচার-প্রচারণা। অভিযোগ পাল্টা অভিযোগ আর উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মেয়র প্রার্থীরা নিজ নিজ বলায় শক্তিশালী করার চেষ্টা করছেন। এদিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে সিলেটে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৪৩ নেতাকর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। এদের মধ্যে একজন মেয়র প্রার্থী এবং বাকিরা কাউন্সিলর প্রার্থী।
২১ জুন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন। আর এ নির্বাচনকে ঘিরে গত কয়েকদিন ধরে মুখরিত হয়ে উঠেছে সিলেট। মেয়র প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন। পাশাপাশি সরকার দল আওয়ামী লীগের কর্মী সমর্থকদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং প্রচার সামগ্রী প্রচার প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করেছেন ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মাহমুদুল হাসান। আর আওয়ামী লীগ প্রার্থী বলছেন, নির্বাচনে নতুন প্রার্থী হওয়ায় তার প্রতি জনগণের আকর্ষণ সৃষ্টি হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে ২১ জুন নির্বাচনে তার বিজয় অনেকটা নিশ্চিত।
মঙ্গলবার দুপুরে সিলেট এমএজি ওসমান মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সমাবেশে অংশ নেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী সময় তিনি জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান।
এদিকে সকাল থেকেই সিলেটের নবগঠিত ৩৭, ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান। এ সময় তিনি অভিযোগ করেন সরকারদলীয় প্রার্থীর লোকজন প্রচার-প্রচারণায় বাধা দিচ্ছে। পাশাপাশি তার কর্মীদের মারধোর এবং প্রচারণার গাড়ি ভাঙচুর করেছে। বিষয়টি নির্বাচন কমিশনে মৌখিকভাবে জানানো হলেও লিখিত অভিযোগ গ্রহণ করেনি নির্বাচন কমিশন। পাশাপাশি পান নি পুলিশি সহযোগিতাও।
এর আগে জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুলও তার কর্মীকে মারধরের অভিযোগ করেন সরকার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে।
এদিকে , সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করার সিদ্ধান্ত উপেক্ষা করে দলীয় ৪৩ নেতাকর্মী মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করায় তাদের আজীবনের জন্য বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। শনিবার রাতে তাদের কাছে বহিষ্কারের চিঠি পৌঁছে দেওয়া হয়। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, অনেক অনুরোধ এর পরেও যারা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করেন প্রার্থী হয়েছেন তাদের আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। প্রথমে তাদের শোকজ করা হলে জবাব সন্তোষজনক না হওয়ায় এ বহিষ্কার করা হয়। তাদের পক্ষে দলীয় নেতাকর্মীরা প্রচারণায় যাতে অংশ না নেন সেই আহ্বান জানান বিএনপি এই নেতা।
সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.