সিলেটপোস্ট ডেস্::সিলেট সিটি করপোরেশন নির্বাচনে চলছে প্রার্থীদের জমজমাট প্রতিযোগিতা। মেয়র প্রার্থীরা ছুটছেন নগরের এ প্রান্ত থেকে ও প্রান্তে। নগরবাসীর চাহিদা ও সুবিধা নিশ্চিত করতে দিচ্ছেন প্রতিশ্রুতি।
দুপুরে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী কুশিঘাটে হজরত বুরহান উদ্দিন মাজার এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি বলেন, নির্বাচিত হলে জনগনের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। মশার যন্ত্রণায় নগরবাসীকে কষ্ট করতে হবে না।
এদিকে একই সময়ে সিলেট নগরীর শেখঘাট এলাকায় গণসংযোগ করেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল। এ সময় তার সাথে কেন্দ্রিয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের বলেন, জয়ের ব্যাপারে আশাবাদী। লাঙ্গলের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।