মীর শোয়েব আহমদ::জৈন্তাপুর উপজেলায় অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের দাতা সদস্য প্রবাসী কমিউনিটি নেতা শিক্ষানুরাগী সমাজসেবী আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল গফফার চৌধুরী বলেছেন আমাদের যুবসমাজ এবং নতুন প্রজন্মকে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। তাদের সম্মানবোধ দেখাতে হবে। আমাদের যুবসমাজ আগামীর ভবিষ্যৎ সমাজ গঠনে নেতৃত্ব দেবে। প্রত্যেক এলাকার পাড়া-মহল্লায় সামাজিক মানবিক কাজে যুবকদের এগিয়ে আসতে হবে। উন্নত আধুনিক স্মার্ট জৈন্তাপুর গড়তে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
ঘাটেরচটি ঠাকুরের মাটি যুবসমাজ এর কার্যালয় শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গত (১৩ জুন) সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলার জৈন্তিয়া গেইটস্থ ঘাটেরচটি ঠাকুরের মাটি যুবসমাজের কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠানে সাবেক ইউপি সদস্য হাফেজ আব্দুল মুছাব্বির ফরিদের সভাপতিত্বে ও যুবনেতা জাহিদুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সমাজসেবী আকমল হোসেন চৌধুরী, মুজিবুর রহমান,আব্দুল মতিন, ইউপি সদস্য অহিদুর রহমান, আকবর আলী, ইলিয়াস আলী, মানিক মিয়া,বাবুল আহমেদ, নজরুল ইসলাম চৌধুরী, রুহেল আহমেদ, আবু হুরায়রা, রাজিব,মুন্না,ময়নুল,রুমন,করিম,তানিম,পারনেজ প্রমূখ।