সিলেটে নৌকার প্রার্থীর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ সুনামগঞ্জ জেলা যুব মহিলা লীগের
সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২৩, ৭:৫৬ অপরাহ্ণ
সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জ জেলা যুব মহিলালীগের সভাপতি সানজিদা নাসরিন দিনা ডায়নার নেতৃত্বে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী মো. আনোয়ারুজ্জামানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
রবিবার দিনব্যাপী সিলেটের আম্বরখানা,শিবগঞ্জ,বন্দর কাজলশাহসহ বিভিন্ন এলাকায় নৌকার পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ জেলা যুব মহিলালীগের সাধারন সম্পাদিকা জান্নাত মরিয়ম,যুগ্ম সাধারন সম্পাদিক মিনা রানী দাস,জামালগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শাহানা আল আজাদ,তাহিরপুর উপজেলা যুব মহিলালীগের সভাপতি আইরিন আক্তার ও সাধারন সম্পাদিকা রেভা বেগমসহ দলীয় নেতাকর্মীরা।
সুনামগঞ্জ জেলা যুব মহিলালীগের সভাপতি সানজিদা নাসরিন দিনা ডায়নার বলেন শেখ হাসিনার সরকারের আমলে দেশে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ২১ জুন তারিখে সিলেটবাসি নৌকার সুযোগ্য প্রার্থী মো. আনোয়ারুজ্জামানকে বিপুল ভোটে নির্বাচিত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।




