দেশের জনগণ আওয়ামীলীগকে আর ক্ষমতায় দেখতে চায় না : কাইয়ুম চৌধুরী

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২৩, ৮:০২ অপরাহ্ণ
রোববার বিকেলে বিএনপি ঘোষিত ১০ দফা দাবী বাস্তবায়নের লক্ষে দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই মাসুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাই’র সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বিএনপি নেতা তাজরুল ইসলাম তাজুল, ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফি, কোহিনুর আহমদ, বদরুল ইসলাম জয়দু, অধ্যক্ষ জিল্লুর রহমান সোয়েব, মাহবুব আলম, মনিরুল ইসলাম তুরন, শাহীন আলম জয়, শামসুর রহমান সুজা, সুহেল ইবনে রাজা, আব্দুল করিম তখই, রায়হানুল হক, লুৎফুর রহমান, মেহদি হাসান রফি প্রমূখ।