সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

স্মার্ট সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য-বিভাগীয় কমিশনার

সিলেটপোস্ট ডেস্ক::ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারি সেবাসমূহ আধুনিকায়ন হচ্ছে। অনেক সেবাই এখন ঘরে বসে স্বল্প সময়ে অনলাইনে পাওয়া যাচ্ছে। বিভিন্ন উদ্ভাবনী ধারণার মাধ্যমে স্মার্ট সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। বিভাগীয় উদ্ভাবনী মেলা ২০২৩ উপলক্ষে ১৮ জুন রবিবার সিলেটে মোহাম্মদ আলী জিমনেশিয়ামে বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার)-পিপিএম-সেবা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আ: রাজ্জাক সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক এ এস এম কাসেম।
সরকারি কর্মচারীরা সরকারের নির্দেশনা মেনে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে স্মার্ট ও উদ্ভাবনী ধারণা নিয়ে কাজ করছেন উল্লেখ করে ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, সরকারি কাজ করার পদ্ধতিগুলো আগে অনেক প্রাচীন ছিলো কিন্তু এখন স্মার্ট হচ্ছে। মানুষের ভূমি ব্যবস্থাকে আরো স্মার্ট করতে সরকারের নির্দেশনায় তা অটোমেশন করা হয়েছে। স্মার্ট কৃষি ধারণা মাধ্যমে কৃষির প্রসারণ ঘটছে। সিলেটে জেলা প্রশাসন থেকে স্মার্ট ডিজিটাল ভ্রমণ গাইড তৈরি করা হয়েছে। ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নসহ বিভিন্ন উদ্ভাবনী ধারণার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান জানান বিভাগীয় কমিশনার ।
ড. মুহাম্মদ মোশাররফ হোসেন ভাষা সংগ্রহে স্মার্ট আইডিয়া সম্পর্কে বলেন, উপজাতিদের ভাষা সংগ্রহে জেলা ও উপজেলা প্রশাসন কাজ করছে। বর্তমান সরকার মনিপুরি সেন্টার স্থাপন করেছে। উপজাতিদের ভাষায় পাঠ্যবই প্রস্তুত করা হয়েছে এবং তা বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ানো হচ্ছে। সরকারের সূদরপ্রসারি উদ্ভাবনী ধারণা সম্পর্কে অভিহিত করে তিনি আরো বলেন, জনবান্ধব সরকারি সেবাগুলো নিরবচ্ছিন্নভাবে পৌঁছে দিতে প্রতিটি জেলা-উপজেলা থেকে উদ্ভাবনী ধারণা আসছে। মূল্যায়ন কমিটি আইডিয়াগুলো যাচাই বাচাই করবেন ও শ্রেষ্ঠ আইডিয়া দাতাদের পুরস্কৃত করবেন।

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.