দুই গোষ্ঠীর দীর্ঘদিনের বিরোধের নিস্পত্তি হল নবীগঞ্জের ইনাতগঞ্জ ফাঁড়িতে

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২৩, ২:২৮ অপরাহ্ণনবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি::নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নফর ফাদুল্লাহ গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে সরকারি খাস জমি নিয়ে দীর্ঘদিন ধরে হামলা মামলা চলে আসছিল। উক্ত বিরোধী জমির ধান কাটা নিয়ে উভয় পক্ষের মধ্যে দুই মাস পূর্বে একটি মারামারি সংঘটিত হয়। ঐ মারামারিকে কেন্দ্র করে মুলতবি বৈঠক মঙ্গলবার দুপুর সাড়ে ১১টার দিকে। এতে বিকাল ৪টা ১৫ মিনিট পর্যন্ত উভয় পক্ষের লোকজন সহ সাবেক ও বর্তমান ৫জন চেয়ারম্যানের উপস্থিতিতে পুলিশ ফাঁড়িতে এক বসে সালিশের আয়োজন করা হয়। উক্ত বিরোধটি আপোষে নিষ্পত্তি হয়। এতে উভয় পক্ষ কে কতটুকু করে জায়গা পাবে তা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এবং শুকনো মৌসুম এলে জায়গা মেপে বুঝিয়ে দিবেন মর্মে শান্তিপূর্ণভাবেই বিষয়টি মীমাংসা হয়েছে। মিমাংশার স্বার্থে চেয়ারম্যানের নেতৃত্বে ৩ সদস্যের বোর্ড নির্ধারিত করা হয়েছিল ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়িতে।