সিলেটপোস্ট ডেস্ক::গত-দুদিন ধরে ঝিরিঝিরি বৃষ্টি চলা আর দাবদাহের সঙ্গে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে। গরিব ও খেটে খাওয়া মানুষদের দুর্ভোগ বেড়েছে। প্রচণ্ড গরমে শিশু ও বয়স্করা চরম বিপাকে পড়েছে। হাসপাতাল ও ক্লিনিকগুলোয় রোগীর সংখ্যা বাড়ছে। ভয়াবহ লোডশেডিংয়ে সারা দেশে ব্যবসা-বাণিজ্যসহ সব ক্ষেত্রে স্থবিরতা দেখা দিয়েছে।
এদিকে দফায় দফায় লোডশেডিংয়ে অতিষ্ঠ সিলেট নগরবাসী। বিদ্যুৎ বিতরণ বিভাগের এক প্রকৌশলী জানান, বিদ্যুৎ লাইনের ত্রুটি ও স্থানীয় সমস্যায় মাঝেমধ্যে লোডশেডিং দেওয়া হয়। তবে লোডশেডিং করার কোনো নির্দেশনা নেই।
তিনি আরও বলেন, চাহিদার বিপরীতে বিদ্যুৎ ব্যবহার ভোগান্তির সৃষ্টি করছে। চোরাপথে বিদ্যুৎ ব্যবহারকারীদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেবে পিডিবি।
নগরের শাহী ঈদগাহ’র মোঃ শাহরিয়ার চৌধুরী সাব্বির সিলেটপোস্টকে জানান.গত দু-দিন থেকে ঠিক মতে খাওয়া আর ঘুমানো হচ্ছেনা।শরিরের মধ্যে লাগছে অসস্থি, কোন কাজকর্ম ভাল লাগছেনা।বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ঠ লাগছে জীবন।