সুনামগঞ্জে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন ও সেলাই মেশিন বিতরণ

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৩, ৬:০৩ অপরাহ্ণসুনামগঞ্জ প্রতিনিধি::বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সংগ্রাম স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা এই শ্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়।
সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো.এহসান শাহ,অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট্র এ.কে,এম আব্দুল্লাহ বিন রশিদ,অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম ,কৃষি উপ-পরিচালক বিমল চন্দ্র সোম,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র প্রমুখ।
বক্তারা বলেন, বঙ্গমাতার অনুপ্রেরণায় বঙ্গবন্ধুর জীবনের সফলতা অর্জনে বড় ভূমিকা পালন করেছে। দেশের মানুষের অধিকার আদায়ে ফজিলাতুন নেছা মুজিবের অবদান অবিস্মরণীয়। বাংলাদেশ গড়তে নারীদের সাহসের সাথে কাজ করতে হবে। সরকার নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আগামী দিনের বাংলাদেশ গড়তে নারীদের অবদান অবিস্মরণীয় হয়ে থাকতে বঙ্গমাতার জীবন বিচরন সাহস করে চলতে হবে।
অনুষ্ঠান শেষে জেলার ১২ টি উপজেলায় অস্বচ্ছল ও দরিদ্র নারীদের মধ্যে ১২০ টি সেলাই মেশিন ও ১৬০ জনকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।