সংবাদ শিরোনাম
দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ভারতীয় ৭১ টি গরুসহ চোরাকারবারি আটক  » «   হুমায়ুন রশিদ চত্বরে চাদাঁবাজ সন্ত্রাসীদের কাছে জিম্মি অটোরিক্সা চালক শ্রমিকরা-অভিযোগ  » «   ১ মন গাঁজাসহ সিলেটের ৩ কারবারি নবীগঞ্জে আটক  » «   প্রবীণের বুদ্ধি নবীনের শক্তির সমন্বয়ে সমাজের অন্যায় অবিচার দূর করতে হবে-জেলা প্রশাসক শেখ রাসেল হাসান  » «   জৈন্তাপুরে কর্মরত সাংবাদিকদের সাথে জৈন্তাপুর মডেল থানা পুলিশের মাসিক প্রেস-ব্রিফিং  » «   গোয়াইনঘাটে পানিতে পড়ে শিশুর মৃত্যু  » «   যাদুকাটায় নৌকা ডুবে পাথর শ্রমিকের মৃত্যু  » «   দোয়ারাবাজারে অবৈধ ভাবে বসত ঘরসহ দোকান পার্ট নির্মান ও রাস্তার গাছ কাটার অভিযোগ  » «   সিলেটে জন্ম নিবন্ধন করাতে গিয়ে বিপাকে পড়ছেন অভিভাবকরা  » «   সিলেটে তালামীযে ইসলামিয়ার মীলাদুন্নবী (সা.) র‍্যালি অনুষ্ঠিত  » «   দক্ষ জনশক্তি দেশ বিদেশের শ্রমবাজারে অবদান রাখবে-শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি  » «   খালেদা জিয়ার মুক্তি ও বিদেশযাত্রা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে-নাসিম হোসাইন  » «   দোয়ারাবাজারে ভারতীয় চিনিসহ আটক ২    » «   দোয়ারাবাজারে চোরাইপথে আসা ভারতীয় ৩৬ গরুসহ আটক ৮  » «   চুনারুঘাটে বানের পানির মত আসছে বিভিন্ন প্রকার মাদক  » «  

নবীগঞ্জে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে দুর্নীতির সাক্ষী দেওয়ায় ৩ জনের উপর হামলা

বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি::নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবকে মেম্বার ফজলু মিয়ার অন্যায়, অত্যাচার ও নির্যাতনে অতিষ্ঠ এলাকাবাসী! ইউপি নির্বাচনে হেরে যাওয়ায় বেপরোয়া ফজলু।আইন ও মানবাধিকার লঙ্ঘনের মত কাজ করছে!তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে হামলা মামলা সহ বিভিন্ন নির্যাতনের শিকার হচ্ছে স্থানীয় এলাকাবাসী।

মেম্বার থাকাকালীন সময়ে মোঃ ফজলু মিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন সহ জেলা প্রশাসক বরাবরে টেন্ডারবাজি, সরকারি জায়গার মাটি বিক্রি, পুকুর খনন, সরকারি বরাদ্দ আত্মসাৎ, অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া প্রণোদনা উপহার আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ এনে লিখিত অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেন জেলা ও উপজেলা প্রশাসন। এছাড়াও ফজলু মিয়ার বিরুদ্ধে বিবিয়ানা গ্যাস ফিল্ডের বিভিন্ন কোম্পানির কাছ থেকে হুমকি ধামকি ও ক্ষমতার প্রভাব খাটিয়ে মাসিক চাঁদা আদায়েরও অভিযোগ রয়েছে! এসব অনিয়ম দুর্নীতিতে ফেঁসে যাওয়ায় এলাকার মানুষের উপর ক্ষিপ্ত হয়ে ফজলু মিয়া নিরীহ মানুষের সাথে চালায় নানান নির্যাতন। এমনই এক নির্যাতনের শিকার হয়েছেন, কাকুরা গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র মোঃ ছাদিক মিয়া। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রণোদনার টাকা আত্মসাৎ সহ বিভিন্ন দুর্নীতির প্রতিবাদ করায় ছাদিক মিয়াকে মারধর সহ নির্যাতন শুরু করে মেম্বার ফজলু মিয়া।
নির্যাতনের শিকার হয়ে গত (২৩-১২ ২০২০ সালে) নবীগঞ্জ থানায় ফজলু মিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ছাদিক মিয়া।
ওই অভিযোগের সাক্ষী করা হয় শাহাদতপুর গ্রামের আব্দুল লতিফ নামের একজন ব্যক্তিকে। এতে আব্দুল লতিফকে ফজলু সাক্ষী দিতে মানা করেন। কিন্তু আব্দুল লতিফ তদন্তকারী কর্মকর্তার কাছে
যা সত্য তাই বলেছেন। এ জন্য সাক্ষী আব্দুল লতিফ সহ তার পরিবারের উপর আবারও হামলা ও মারধর করেন ফজলু মিয়া সহ তার বাহীনির লোকজন।
উক্ত ঘটনায় আব্দুল লতিফ মিয়া বাদি হয়ে ফজলু মিয়া সহ তার বাহীনির ৮জনের নাম উল্লেখ করে অজ্ঞাতো আরো ৪ চারজনকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি মামলা করেছেন আব্দুল লতিফ। মামলা নং জি, আর ১৫০/২৩/নবী।

অভিযোগ ও আহত সূত্রে জানা যায়, গত১০-০৮-২০২৩ বৃহস্পতিবার রাত ৮টার দিকে আব্দুল লতিফ বিবিয়ানা গ্যাস ফিল্ডের তিন রাস্তার মোড়ে শাহানের দোকানে বসা ছিলেন। হঠাৎ পূর্ব পরিকল্পিতভাবে আব্দুল লতিফ (৪২) এর উপর হামলা চালায়, ফজলু মিয়া, সুহেল মিয়া, আসামী জুনেদ মিয়া, মোস্তাকিম মিয়া, রুবেল মিয়া, অলি মিয়া, আব্দুল কাদির, শাহজান মিয়া, অজ্ঞাতনামা আরো ৪ চারজন।
এ ঘটনার খবর পেয়ে লতিফ মিয়ার বড় ভাই আব্দুল জলিল ওরফে মাহমুদ আলী (৬০) ও আব্দুল মন্নান (৫৫) ঘটনাস্থলে এসে বলেন, কেন আমার ভাইকে মারধর করছ? একথা বলা মাত্রই ফজলু মিয়া রামদা দিয়ে আব্দুল জলিলরে মাথায় আগাত করে মাটিতে পেলে দেয়। পরে আবারও ছেদ মারলে হাতের দুটি আঙ্গুল আলাদা হয়ে যায়। এবং জিআই পাইপ দিয়ে সুহেল মিয়া আব্দুল মন্নানকে বেধড়ক মারফিট করে শরীরের বিভিন্ন স্থানে লীলা ফুলা যখম করে। অন্যান্য আসামিরা ও একই ভাবে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আব্দুল জলিল, আব্দুল মন্নান ও আব্দুল লতিফকে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদেরকে উদ্ধার করে সিলেট এম.এ. জি ওসমানী মেডিকেলে হাসপাতালে প্রেরন করা হয়েছে।

এ ব্যাপারে কর্মরত চিকিৎসক এর সাথে কথা হলে তিনি জানান, আব্দুল জলিলের মাথার ও হাতের আঘাত আশঙ্কাজনক এখনও সংক্রামুক্ত নয়।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ডালিম আহমেদ জানান, উপযুক্ত আইনে একটি এফ.আই.আর যোগ্য মামলা হয়েছে। আসামিদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.